পানাজি: তিন মাসেই মোহভঙ্গ। গোয়ায় তৃণমূল (TMC Goa) ছাড়লেন মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার সহ ৫ নেতা। তাঁদের দাবি, গোয়াবাসীকে ভুল বোঝানো হচ্ছে। মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC Goa)। গোয়াকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার, রাম মান্দ্রেকর, কিশোর পারওয়ার, কোমল পারওয়ার ও সুজয় মালিক মমতাকে চিঠি লিখে দল ছাড়ার কথা জানিয়েছেন।
গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা লুইজিনহো ফেলেইরোর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন এই ৫ জন। ইস্তফাপত্রে প্রাক্তন বিধায়ক লাভু প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক নিয়েও অভিযোগ তুলেছেন। সূত্রের খবর, ৫ নেতা শীঘ্রই কংগ্রেসে যোগ দিচ্ছেন। সম্প্রতি গোয়ায় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (এমজিপি) সঙ্গে জোট করেছে জোড়াফুল শিবির।
চিঠিতে ৫ তৃণমূলত্যাগী লিখেছেন, গোয়াবাসীর মধ্যে ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরি করছে তৃণমূল। হিন্দু ভোটকে এমজিপির দিকে এবং খ্রিস্টান ভোটকে নিজেদের ঝুলিতে পুরতে চাইছে তারা। তৃণমূলকে একটি সাম্প্রদায়িক দল বলেও উল্লেখ করেন দলত্যাগীরা। ৫ নেতার ইস্তফা প্রসঙ্গে লুইজিনহো বলেন, ‘তৃণমূল নির্দিষ্ট লক্ষ্য নিয়ে গোয়ার মাটিতে লড়াই শুরু করেছে। কোনও ব্যক্তির সিদ্ধান্ত তাতে প্রভাব ফেলবে না।’
আরও পড়ুন: Mamata in Goa: তৃণমূল জোট করছে, তাই ভয় পেয়েছে বিজেপি, গোয়ায় স্বমেজাজে মমতা
লাভু সাংবাদিক সম্মেলনে বলেন, ‘তৃণমূল গোয়ার উন্নয়নের জন্য কাজ করবে, এমনটা ভেবেই যোগ দিয়েছিলাম। কিন্তু দেখলাম তৃণমূল গোয়াবাসীকে বোঝেই না। গৃহলক্ষ্মী প্রকল্পে প্রতি পরিবারের কর্ত্রীকে ৫ হাজার টাকা করে দেবে ঘোষণা করেছে তৃণমূল। সেটা সম্ভব নয়। আসলে এই প্রকল্পের টোপ দিয়ে গোয়াবাসীর কাছ থেকে সমস্ত তথ্য হাতিয়ে গোয়ার সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছে। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা করে দেওয়া হয়। তৃণমূল বাংলার মহিলাদের জন্য কিছু করতে পারেনি। গোয়ার জন্য কী করবে?’