নয়াদিল্লি: গেগাসাস আড়ি পাতা ইস্যু নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের জবাবে বিরোধীরা খুশি নয়৷ তার প্রমাণ বিরোধীদের একাধিক বৈঠক, টুইট থেকে পাওয়া গিয়েছে৷ আগামীদিন এই ইস্যুকে হাতিয়ার করে সরকারের উপর চাপ বাড়াতে নয়া পদ্ধিতির অনুসন্ধান চলছে৷ এ কারণেই কখনও কপিল সিব্বল, কখনও মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বৈঠক চলছে৷ উল্লেখযোগ্য ভাবে প্রতিটি বৈঠকেই তৃণমূল-কংগ্রেস নেতৃত্বের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে৷ বুধবার কৌশল ঠিক করতে ফের বিরোধীরা বৈঠকে বসেন।
আরও পড়ুন-মোদি-ধনখড় সাক্ষাৎ, রাজ্যপালের দিল্লি সফরের উদ্দেশ্য নিয়ে জল্পনা
রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে সেই বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধি-সহ তৃণমূল, ডিএমকে,এনসিপি,সিপিএম,আরজেডি,আরএসপি মিলিয়ে চৌদ্দটি বিজেপি বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Answer this👇and #Parliament will function smoothly https://t.co/gSoQKYQTl6 pic.twitter.com/sGkp54hlpI
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 9, 2021
আরও পড়ুন-ওয়াশিং মেশিন-মাইক্রোওভেন চালাতে প্রশিক্ষণ নিচ্ছেন লক্ষ্মী, আরতিরা
পাশাপাশি, সংশোধিত কৃষি আইনের বিরুদ্ধে পঞ্জাবের কংগ্রেস সাংসদ এবং অকালী দলের প্রতিনিধিরা পার্লামেন্ট কম্পলেক্স ধর্নায় বসে৷ অন্যদিকে, মঙ্গলবার লোকসভায় চলতি অধিবেশনে মঙ্গলবার প্রথমবারের মতো স্বাভাবিকভাবে কাজ হয়৷ যখন বিরোধী দলের সদস্যরা সংবিধান সংশোধনী বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে রাজ্যগুলিকে নিজস্ব ওবিসি তালিকা করার অনুমতি দেয়।
আরও পড়ুন-হিমাচলের কিন্নরে ভয়াবহ ধস, বাসের ওপর পাথরের চাঁই, ভেতরে আটকে অন্তত ৪০
পেগাসাস নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। শুধু ভারত নয়, বিশ্বের আরও বেশ কয়েটি দেশে তোলপাড় শুরু হয়েছে। কারণ, বিশ্বের ১৭টি সংবাদ সংস্থা তদন্ত চালিয়ে প্রায় ৫০ হাজার ফোন নম্বরের তথ্যভাণ্ডার প্রকাশ্যে এনেছে। এই নম্বর গুলিতে ইজরায়েলি সংস্থা এনএসও-র তৈরি সফটওয়্যারের মাধ্যমে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ। সেই তালিকায় ৬০ জন মহিলা আইনজীবী, শিক্ষিকা, সাংবাদিক, বিজ্ঞানী, সমাজকর্মী রয়েছেন৷ এই তথ্য দ্য ওয়ার প্রকাশ্যে এনেছে। যাদের নাম ইতিমধ্যে দ্য ওয়ারের একাধিক খবরে প্রকাশিত হয়েছে। তালিকায় থাকা বাকিদের নাম নিরাপত্তার স্বার্থে প্রকাশ করা হয়নি।