অন্ধ্রপ্রদেশ: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) তিরুপতিতে বেঙ্কটেশ্বর মন্দির (Tirupati Temple) বিশ্ব জুড়ে বিখ্যাত। প্রতিদিন দেশ-বিদেশ থেকে লাখ লাখ ভক্ত তিরুপতি মন্দিরে গিয়ে পুজো দেন। কিন্তু, এবার শুধু অন্ধ্রপ্রদেশ নয়, দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে গড়ে উঠবে এই মন্দির। দেশের সবচেয়ে ধনী এই মন্দির কর্তৃপক্ষ ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তত একটি করে মন্দির খুলতে চাইছে। তিরুমালা তিরুপতি দেবস্থানাম (TTD) কমিটি সারা ভারতে ছড়িয়ে দিতে চান ভগবান বালাজির আরাধনাকে।
জানা গিয়েছে, তিরুমালা তিরুপতি দেবাস্থানমস(TTD) বিশ্বের সবথেকে ধনী মন্দির ট্রাস্ট সমস্ত রাজ্যে ভগবান বালাজির একটি করে মূর্তি স্থাপন করতে চাইছেন। ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল তিরুপতি মন্দির ট্রাস্ট। সারা ভারতে তাদের মোট ৫৮টি মন্দির করেছে। সেগুলি বেশীরভাগই দক্ষিণ ভারতের তিন রাজ্য তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গনায়। তবে ১৯৬৯ সালে উত্তরাখণ্ডের হৃষিকেশ ও ২০১৯ সালে কন্যাকুমারীতে বেঙ্কটেশ্বর মন্দির তৈরি হয়। চলতি বছর ৮ জুন জম্মু-কাশ্মীরও হয় বালাজি মন্দির। এছাড়াও সংশ্লিষ্ট ট্রাস্ট গুজরাটের গান্ধীনগর, ছত্তিশগড়ের রায়পুর এবং বিহারে তিনটি মন্দির তৈরির জন্য ভাবনা চিন্তা করছে।
আরও পড়ুন:Sand Sculptors | বালি দিয়ে ভাস্কর্য ইউরোপের সুমুদ্র তটে, ১ জুলাই থেকে মিলবে দেখার সুযোগ
তিরুপতি মন্দির ট্রাস্টের চেয়ারম্যান ওয়াই ভি সুব্বাও রেড্ডি জানান, “ভক্তরা যাতে হাত বাড়ালেই ভগবানকে পান সেই জন্য ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দির ২৮ রাজ্য এবং ৮ টি কেন্দ্র শাসিত অঞ্চলে গড়ে তোলার পদক্ষেপ কথা চিন্তা ভাবনা করা হচ্ছে।” পাশাপাশি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডির নির্দেশ মোতাবেক, দক্ষিণ ভারতের রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে ছোট মন্দির নির্মাণ করতে চলেছে এই মন্দির ট্রাস্ট।