লখিমপুর : গাড়িতে পিষে কৃষকদের মৃত্যুতে তোলপাড় উত্তরপ্রদেশের লখিমপুর। গতকাল লখিমপুর খেরিতে দুই কৃষকের মৃত্যুর জেরে হওয়া সংঘর্ষের পরই ঘটনার তীব্র নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মঙ্গলবার সেখানে পৌঁছল তৃণমূলের তিন প্রতিনিধি দল। ওই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী এই ঘটনায় বলেছিলেন, রাম রাজ্য নয়, উত্তরপ্রদেশে চলছে কিলিং রাজ।
আরও পড়ুন : কৃষকদের পিষে দিল মন্ত্রীর ছেলের গাড়ি, ভাইরাল ভিডিও
যে গাড়িতে কৃষকদের পিষে ফেলা হয়েছিল সেটায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস ছিলেন বলে অভিযোগ। চরম বিপাকে মোদি সরকারও। মঙ্গলবার লখিমপুরে কৃষক পরিবারের কাছে গেছেন দোলা সেন, আবীররঞ্জন বিশ্বাস এবং প্রতিমা মণ্ডল। তাঁরা কথা বলেছেন কৃষক নেতা সহ নিহত পাঁচ কৃষকের পরিবারের সঙ্গেও। তাঁরা বলেন, লখিমপুরের খেরিতে কৃষক পরিবারের পাশে তাঁরা আছেন। উত্তরপ্রদেশ সহ সারা দেশজুড়ে মানুষের উপর হওয়া অত্যাচার নজিরবিহীন। তবে, লখিমপুর খেরিতে যেতে পারেননি কাকলি ঘোষ দস্তিদার এবং সুস্মিতা দেব। প্রশাসনের তরফে বাধা আসায় ফিরে যান লখনউতে।