লখনউ: লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) কৃষকের মৃত্যুর ঘটনায় সরগরম জাতীয় রাজনীতি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির (Ajay Mishra Teni) ছেলে অজয় মিশ্র টেনির নাম রয়েছে এফআইআরে (FIR)৷ তদন্তের গতিপ্রকৃতি দেখে বিরোধীদের অভিযোগ, হাই প্রোফাইল কেসে পুলিশ অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে৷ সেই অভিযোগ উড়িয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি৷ বলেন, ‘এটা বিজেপি সরকার৷ নিরপেক্ষ তদন্ত হবে৷’
আরও পড়ুন: মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর! যে কোনও লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম বললেও ভুল হবে না
আজ শুক্রবার মন্ত্রীর ছেলেকে থানায় হাজিরা দিতে বলেছিল উত্তরপ্রদেশ পুলিশ৷ কিন্তু অজয় মিশ্র হাজিরা এড়িয়ে যান৷ কিন্তু অজয় মিশ্রের বক্তব্য, তাঁর ছেলে হাজিরা এড়াননি৷ অসুস্থতার জন্য যেতে পারেননি৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী৷ জানান, তাঁর ছেলে তদন্তে সব রকমের সহযোগিতা করবে৷ তিনি বলেন, আগামিকাল আমার ছেলে থানায় যাবে৷ তদন্তকারীদের সব প্রশ্নের উত্তর দেবে৷
লখিমপুরের ঘটনার নৈতিক দায় নিয়ে পদ থেকে অজয় মিশ্রের ইস্তফা দেওয়া উচিত বলে জানান বিরোধীরা৷ তাঁদের অভিযোগ, অজয় মিশ্র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদে থাকলে তদন্ত কিছুতেই নিরপেক্ষ হতে পারে না৷ বিরোধীদের অভিযোগ এদিন খারিজ করে দেন কেন্দ্রীয় মন্ত্রী৷ বলেন, ‘বিরোধীদের বলার ওরা তো বলবেই৷ ওরা শুধু ইস্তফার দাবি তুলতে পারে৷ এটা ভারতীয় জনতা পার্টির সরকার৷ এখানে নিরপেক্ষ তদন্ত হয়৷ তদন্ত কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷’
আরও পড়ুন: পুলিশি তলব এড়িয়ে গেলেন লখিমপুর কাণ্ডে অভিযুক্ত আশিস মিশ্র
গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের গাড়ির ধাক্কায় লখিমপুরে চার কৃষকের মৃত্যুর অভিযোগ নিয়ে উত্তাল উত্তর প্রদেশ-সহ গোটা দেশের রাজনীতি। ওই ঘটনায় ওই চার কৃষক-সহ মোট আট জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ির ধাক্কার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হাই কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছে যোগী সরকার। এই পরিস্থিতিতে লখিমপুরের ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে।