লখনউ: শুধু বাংলা নয়, গোটা দেশেই চড়চড়িয়ে বাড়ছে পাতিলেবুর দাম। যে লেবু প্রতি পিস ৩/৪ টাকায় পাওয়া যেত, এখন ১০ টাকাতেও তা মিলছে না। ভাতের হোটেল থেকে রাতারাতি উধাও হয়ে গিয়েছে মহার্ঘ এই বস্তু। দুর্মূল্যের এই বাজারের আমজনতার নাভিশ্বাস উঠছে পাতিলেবুর দাম শুনে। উত্তরপ্রদেশে প্রতি কেজি পাতিলেবুর দাম ৩০০ ছুঁয়েছে। বাজারে চাহিদা বেশি হওয়ায় চোরেদের নজরও এখন লেবুর দিকে। যোগীরাজ্যের শাহজাহানপুর ও বরেলিতে এবার পাতিলেবু চুরির ঘটনা ঘটল।
শাহজাহানপুরের তিলহার থানার বাজারিয়া সবজি বাজারে ৬০ কেজি লেবু নিয়ে চোরেরা চম্পট দেয়। রবিবার রাতে এই ঘটনার কথা প্রকাশ্যে আসে। এলাকার অনেক ব্যবসায়ী কার্যত হতবাক হয়ে গিয়েছেন এই ঘটনায়। তবে চোরেরা শুধু লেবুই নেয়নি, গুদাম থেকে ৪০ কেজি পেঁয়াজ ও ৩৮ কেজি রসুনো নিয়েছে। এখন পর্যন্ত অপরাধীদের গ্রেফতারির কোনও খবর নেই। পুলিস আইপিসির ধারা ৩৮০ (বাসস্থান বা গোডাউনে চুরি)-এর অধীনে একটি এফআইআর দায়ের করেছে।
তিলহার থানার পুলিস আধিকারিক বলেন, ‘আমরা অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছি।’ দ্বিতীয় চুরির ঘটনায় ৫০ কেজি লেবু লোপাট হয়েছে। সেই লেবুর দাম প্রায় ১০ হাজার টাকা। ঘটনাটি দেলাপীর সবজি বাজারের। পুলিস জানিয়েছে, তারা আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজ থেকে বিস্তারিত জানার চেষ্টা করছে। এখনও পর্যন্ত চোরেদের নাগাল পায়নি পুলিস। অন্য দোকানদাররাও নিজেদের পণ্য নিয়ে আতঙ্কে ভুগছেন।
UP: शाहजहांपुर में चोरों ने 60 किलो नींबू किया चोरी pic.twitter.com/AF9hQIvkrp
— News24 (@news24tvchannel) April 11, 2022
আরও পড়ুন: lemon price: লেবু নাস্তি, ভাতের হোটেলে নোটিস, বাজারদরে পাতিলেবু এখন আকাশের চাঁদ