নয়াদিল্লি: আধার নম্বরের সঙ্গে প্যান কিংবা ইপিএফও লিঙ্কিং করতে কোনও রকম সমস্যা হয়নি৷ বরং, সমস্ত কাজ সঠিক ও সূক্ষ্মভাবে চলছে৷ শনিবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)- কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে৷ সেই তথ্য পেয়েই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক বলেছে, এক সপ্তাহের বেশি সময় ধরে আধার-প্যান কিংবা ইপিএফও লিঙ্কিং সুবিধায় কোনও বিভ্রাট হয়নি৷
Unique Identification Authority of India (UIDAI) today said that all its services are stable and functioning fine. There have been no outages in its Aadhaar-PAN/EPFO linking facility which is an authentication-based facility: Ministry of Electronics & IT pic.twitter.com/KjAhl6JXdm
— ANI (@ANI) August 28, 2021
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট এবং আয়কর বিভাগের স্থায়ী অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা দ্রুত এগিয়ে আনার পর বিভ্রান্তির খবর প্রকাশিত হয়। সেইখবর ভুল প্রমাণ করতই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক এই তথ্য তুলে ধরেছে৷ ইউআইডিএআই কর্তৃপক্ষ বলেছে, এটা একটা “অপরিহার্য নিরাপত্তা আপগ্রেডশন। কিছু আপডেট কেন্দ্রগুলিতে শুধুমাত্র নথিভুক্তকরণ এবং মোবাইল আপডেট পরিষেবা কিছু বিরতিহীন পরিষেবা বিঘ্নিত হয়েছে৷”
ইউআইডিএআই আরও বলেছে, আপগ্রেডেশন সিস্টেমটি স্থিতিশীল হলেও উপভোক্তাদের যাতে কোনও অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্য পর্যবেক্ষণ চলছে। তারা এটাও জানিয়েছে, গত ৯ দিনে ৫১ লাখ উপভোক্তা তাদের তথ্য আপডেট করেছেন৷ আইটি মন্ত্রক জানিয়েছে, প্রতিদিন ৫.৬৮ লাখ এলরোমেন্ট হয়েছে৷