ওয়েবডেস্ক- কাশ্মীরের (Kashmir) বৈসারণ (Basiran) রক্তাক্ত হয়েছে। দেশের মা, বোন, মেয়ে হারিয়েছেন স্বামী, তার প্রিয়জন থেকে বাবাকে। চোখের সামনেই সব শেষ হতে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি তারা। এও কি সম্ভব? কেন হল আমাদের সঙ্গে এই কাজ? নিছক বেড়াতে যাওয়ার আনন্দ এক মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।
২৬ জনের মৃত্যু্র প্রতিশোধে গর্জে উঠেছে দেশ। আজ প্রত্যাঘাত করেছে ভারত। সফল হয়েছে ‘অপারেশন সিঁন্দুর’ ।
এই পরে সাংবাদিক বৈঠক থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) দীপ্ত কন্ঠে জানিয়ে দিলেন, প্রত্যাঘাত হয়েছে। কিন্তু মানবিকতা ভোলেনি ভারতীয় সেনা। আজ বিশ্বের দরবারে ইতিহাস তৈরি করেছে ভারতীয় সেনা। নিজেকে আরও একবার প্রমাণ করল। সেনাকে সাধুবাদ, সেইসঙ্গে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
আরও পড়ুন- প্রত্যাঘাতের পরেও যদি পাকিস্তান না শুধরায় তাহলে…
রাজনাথ সিং বলেন, ভারতের লক্ষ্য সন্ত্রাসদমন। যারা নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তাদেরই মারা হয়েছে। পাকিস্তান এবং সন্ত্রাসকে কড়া জবাব দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যাঘাত করলেও মানবিকতা ভোলেনি ভারতীয় সেনা। এক বিরাট গৌরবের দিনের যাত্রা শুরু হল।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আজকের এই দিন ইতিহাসের পাতায় থাকবে। কোনও নাগরিকের বাড়িতে হামলা হয়নি। দেশের মাথা উঁচু করেছে ভারতীয় সেনা। যা লক্ষ্য ছিল আজ তা পূরণ করেছে ভারত। প্রত্যাঘাতের মধ্য দিয়েই আজ জবাব দিল ভারত’।
মঙ্গলবার গভীর রাতে বুক চিড়ে এয়ার স্ট্রাইক হানল ভারতীয় সেনা ‘অপারেশন সিঁন্দুর (Operation Sindur) । পাকিস্তানের তরফে জানানো হয়েছে, ভারতের এই কাপুরোষিত হামলার ঠিক সময়ে জবাব দেবে তারা।
এক বিবৃতিতে ইসালামাবাদ জানিয়েছে, ভারতের হামলায় ২৬ জন পাকিস্তানি নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪৬ জন।
দেখুন আরও খবর-