ওয়েব ডেস্ক: দেশের উত্তর-পূর্বাঞ্চলে উন্নয়নের নবজোয়ার—শুক্রবার দিল্লির ‘রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর্স সামিট’-এর উদ্বোধনী মঞ্চ থেকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, “উত্তর-পূর্বে অভাবনীয় উন্নয়ন হচ্ছে, যা দেশের অন্য অংশের জন্যও অনুপ্রেরণা। এই গতি ধরে রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” দুই দিন ধরে চলবে এই সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন উত্তর-পূর্বের আটটি রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, আমলা, বিদেশি কূটনীতিক এবং দেশের প্রথম সারির শিল্পপতিরা।
সম্মেলনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদি বলেন, “উত্তর-পূর্বের বৈচিত্র্য ভারতের গর্ব। আগে এই অঞ্চলকে বোমা, বন্দুক আর রকেটের সমার্থক মনে করা হত। আজকের উত্তর-পূর্ব মানে শক্তি, সৃজনশীলতা আর রূপান্তর। ক্ষমতায়নের পথে এগিয়ে যাচ্ছে এখানকার মানুষ।” তিনি আরও জানান, বিগত দশ বছরে দশ হাজারের বেশি যুবক হিংসার পথ ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরেছেন। এই পরিবর্তন সম্ভব হয়েছে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমুখী নীতির জন্য।
আরও পড়ুন: টিভি সম্প্রচারে দ্বিমুখী কর আরোপে সুপ্রিম স্বীকৃতি
প্রধানমন্ত্রী আরও একবার মনে করিয়ে দেন, সন্ত্রাসবাদ ও নকশালবাদের বিরুদ্ধে বিজেপি সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। এর ফলে উত্তর-পূর্বে শান্তি ফিরেছে, এবং সেই পরিবেশে তৈরি হয়েছে বিনিয়োগের অনুকূল পরিকাঠামো। এই সম্মেলনের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হচ্ছে উত্তর-পূর্ব ভারতের অপার সম্ভাবনার কথা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি মুকেশ অম্বানি, গৌতম আদানি, অনিল আগরওয়াল সহ আরও অনেকে। তাঁদের উপস্থিতিই প্রমাণ করে, এই অঞ্চলের উপর আস্থা রাখছে কর্পোরেট ভারতও। সম্মেলনের অন্যতম লক্ষ্য, শুধু দেশ নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে বিনিয়োগ টেনে এনে উত্তর-পূর্বকে ভারতের নতুন অর্থনৈতিক হাবে পরিণত করা।
দেখুন আরও খবর: