কোভিড বিধি মেনে ফের খুলছে রাষ্ট্রপতি ভবন। আগামী ১ আগস্ট থেকে পর্যটকদের উদ্দেশ্যে খোলা হচ্ছে রাষ্ট্রপতি ভবনের দরজা। শুক্রবার এমনটাই জানিয়েছেন ভবন কর্তৃপক্ষ। কোভিড পরিস্থিতির জন্য চলতি বছরের ১৪ ই এপ্রিল বন্ধ হয়ে যায় রাষ্ট্রপতি ভবন। ধীরে ধীরে কোভিড পরিস্থিতি মোকাবিলায় আসতেই ফের সিদ্ধান্ত অনুযায়ী খোলা হবে এই স্থান।
আরও পড়ুন আফগানিস্তান পরিস্থিতি পর্যালোচনায় ভারতে আসছেন মার্কিন বিদেশ সচিব ব্লিংকেন
রাষ্ট্রপতি ভবন খোলা থাকবে সপ্তাহে শনি এবং রবিবার নির্ধারিত সময় অনুযায়ী। সকাল ১০.৩০ থেকে ১১.৩০ বেলা ১২.৩০ থেকে ১.৩০ এবং দুপুর ২.৩০ থেকে ৩.৩০ টে পর্যন্ত। কমপক্ষে ২৫ জন দর্শনার্থীরা একসঙ্গে প্রবেশ করতে পারবেন ভিতরে।এছাড়াও রাষ্ট্রপতি ভবনের মিউজিয়াম খোলা থাকবে সপ্তাহে ৬ দিন । মঙ্গলবার থেকে শনিবার। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সময় সীমা নির্দিষ্ট করা হয়েছে। দিনের ৪ টি সময়ে দর্শনার্থীরা মিউজিয়ামে প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন রুমানার পরিচয় বলতে কেন ধর্মের উল্লেখ, দিনভর নেটদুনিয়ায় তর্ক
সকাল ৯.৩০ থেকে ১১.০০ বেলা ১১.৩০ থেকে ১ টা , দুপুর ১.৩০ থেকে ৩ টে এবং ৩.৩০ থেকে ৫ টা। ৫০ জন দর্শনার্থীরা একসঙ্গে এইখানে প্রবেশ করতে পারবেন। সময়গুলিতেই একমাত্র সাধারণের উদ্দেশে খোলা হবে রাষ্ট্রপতি ভবন মিউজিয়াম। তবে সেখানে প্রবেশ করতে গেলে অনলাইনেই আগে থেকে বুক করতে হবে টিকিট।
আরও পড়ুন সিঙ্গুর অতীত, টাটারা বিনিয়োগ করলে স্বাগত জানাবে সরকার