ওয়েব ডেস্ক: সিঙ্গাপুর, হংকং-এর সঙ্গে পাল্লা দিয়ে এদেশেও লাফিয়ে বাড়ছে করোনা (Covid 19) আক্রান্তের সংখ্যা। প্রতিদিন নতুন করে আক্রান্তের হদিশ মিলছে। আক্রান্তের সংখ্যা বেশি কেরল ও মহারাষ্ট্রে (Maharashtra)। পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও রাজ্যের স্বাস্থ্য দফতর। মহারাষ্ট্রে সংক্রমণ নিয়ে চিন্তা স্থানীয় প্রশাসনের। ওই রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বুধবার নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২৬ জন।
আরও পড়ুন: পরমাণু ভয় দেখিয়ে ভারতকে দমানো যাবে না, হুঙ্কার মোদির
জানা গিয়েছে, বৃহস্পতিবার অবধি গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা ১৫টি। যদিও রাজ্য অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। জানিয়েছে, ভাইরাসের নয়া রূপ গুরুতর নয়। আক্রান্তদের চিকিৎসা চলছে।
অপরদিকে, গুরুগ্রামে নতুন করে ২টি করোনা আক্রান্তের কেস সামনে এসেছে। ৩১ বছর বয়সী এক মহিলা মুম্বই থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা করা হলে করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। মহারাষ্ট্র, কেরলের এই পরিস্থিতি দেখে অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষের জন্য একটি নির্দেশিকা জারি করেছে। ভাইরাসের বাড়বাড়ন্ত দেখে অন্ধ্রপ্রদেশের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর একটি নির্দেশিকায় সতর্কতা অবলম্বন করার অনুরোধ করেছে।
দেখুন আরও খবর: