কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মোদি রাজ্য গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র প্যাটেল। শনিবার গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন।
ইস্তফা দেওয়ার পর তিনি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরও তিনি সাংগঠনিক কাজ করবেন। তবে, আচমকা তাঁর ইস্তফা দেওয়ার কারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।
বিজয় রূপানির ইস্তফা দেওয়ার পর কে মুখ্যমন্ত্রী হবেন? তা নিয়ে গন্ধিনগরে দলের রাজ্য সদর কার্যালয়ে তড়িঘড়ি বৈঠক শুরু হয়েছিল। রাজ্য বিধানসভা নির্বাচনের এক বছর আগে মুখ্যমন্ত্রীর ইস্তফতে বেড়েছিল জল্পনা। তবে, কি ড্যামেজ কন্ট্রোল নতুন মুখ আনতে চলেছে পদ্ম শিবির? এমনটাই প্রশ্ন উঠেছিল সব মহলে। এমনকি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নাম উঠে এসেছিল নীতিন প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালে, মনসুখ মাণ্ডব্য। এছাড়াও ছিল বিদায়ী কৃষিমন্ত্রী আর সি ফালড়ু, বিজেপি-র রাজ্য সভাপতি সি আর পাটিলের মত বেশ কয়েকজনের নাম।
নতুন মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার দায়িত্ব পড়েছিল কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের উপর। বিজেপির পরিষদীয় বৈঠকে এই সিদ্ধান্ত নিতে রবিবার গুজরাটে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এরপরেই নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করা হয়। সমস্ত জল্পনার অবসান করে বিজয় রূপানির উত্তরসূরি হলেন ভূপেন্দ্র প্যাটেল। দায়িত্ব তুলে নিলেন মোদি রাজ্য গুজরাটের উন্নয়নের।
আরও পড়ুন- উন্নয়নের ছবি চুরি উত্তরপ্রদেশের উন্নয়ন প্রচারে বাংলার মা,মমতাই ভরসা যোগীর
Gujarat: BJP MLA Bhupendra Patel elected as the new leader of BJP Legislative Party pic.twitter.com/nXeYqh7yvm
— ANI (@ANI) September 12, 2021
ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের ঘাটলোদিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক। গত নির্বাচনে কংগ্রেসের শশীকান্ত প্যাটেলের বিরুদ্ধে ১ লত্র ১৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এরপর আহমেদাবাদ পৌর কর্পোরেশনের স্থায়ী কমিটিরও সভাপতিত্ব করেন। বর্তমানে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর উপরেই ভরসা রাখল দল।