অসম: করোনা পরিস্থিতিতেই পালিত হবে খুশির ঈদ। সোমবার ঈদের কারণে একগুচ্ছ বিধিনিষেধ জারি করল অসমের সরকার। ঈদে জমায়েতের কারণে বাড়তে পারে করোনা সংক্রমণ। তাই ঈদের উৎসব বাড়িতেই পালনের নির্দেশ দিল সরকার।
আগামী বুধবার পালিত হতে চলেছে ঈদ। তার আগে সোমবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহান্ত জানিয়েছেন, নমাজ পড়ার জন্য মসজিদে ৫ জনের বেশি ব্যক্তির প্রবেশ নিষেধ। এছাড়াও এই নতুন নির্দেশিকা অনুসারে, মঙ্গলবার ভোর ৫ টার থেকে অসমের ৩৩ টি জেলার মধ্যে ৫ টি জেলায় জারি হবে সম্পূর্ণ লকডাউন। গোয়ালপাড়া ও মরিগা জেলায় কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এই দুই জেলায় দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জারি থাকবে কারফিউ।
রাজ্যের বাকি ২৬ জেলায় সন্ধ্যে ৫ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত রোজ ১২ ঘণ্টার কারফিউ জারি থাকবে। কারফিউয়ের ১ ঘণ্টা আগে থেকে সমস্ত দোকান, বাজার বন্ধ করে রাখতে হবে। কোনও রকমের জমায়েত করা যাবে না। বিয়ে কিংবা শ্রাদ্ধের মত সামাজিক অনুষ্ঠানে মাত্র ১০ জন থাকার অনুমতি দেওয়া হয়েছে।
বেসরকারী যানবাহনের চলবে। মানতে হবে কোভিডবিধি। তবে, আন্তঃজেলা চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। সম্পূর্ণ লকডাউন রয়েছে যে সব জেলায় সেখানে সরকারী ও বেসরকারী পরিবহন বন্ধ থাকবে।