উত্তরাখণ্ড : একসঙ্গে বহু প্রজাতির পাম গাছ দেখতে চান? চলে যান উত্তরাখণ্ডের হালদওয়ানিতে। যেখানে ১০০ প্রজাতির পাম গাছ দিয়ে তৈরি হয়েছে নতুন উদ্যান। উত্তরাখণ্ডে এমন উদ্যান এই প্রথম। বন সংরক্ষণ (গবেষণা) দফতরের প্রধান সঞ্জীব চতুর্বেদী জানান, উত্তরাখণ্ডে এই প্রথম একসঙ্গে এত রকমের পাম চাষ হয়েছে। যা দেখার মতোই।
আরও পড়ুন : শেষ বল পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াই, ধোনির অভিজ্ঞ বাহিনীর কাছেই হারল নাইটদের তারুণ্য
গোটা বিশ্বে প্রায় ২,৬০০ প্রজাতির পাম রয়েছে। যা থেকে তৈরি হয় পাম তেল। এর পাতা ঘরের ছাউনিতে ব্যবহৃত হয়। পাশাপাশি বিভিন্ন কাজে বিশ্বব্যাপী এর পরিচয়। এর গুণও অনেকখানি। এর উৎপত্তিস্থল পশ্চিম আফ্রিকায়। জানা যায়, প্রায় ৫ হাজার বছর আগে আফ্রিকায় পাম চারার সন্ধান পাওয়া যায়। তারপরই মালয়েশিয়ানরা প্রথম বাণিজ্যিকভাবে পাম চাষ শুরু করেন।
পাম গাছের নয়া উদ্যান
এই গাছ অনেকটা খেজুর গাছের মতো। এর ফল দূর থেকে দেখলে খেজুরের মতোই মনে হবে। এর মস্ত গুণ, কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে, একই পরিমাণে অক্সিজেন ছাড়ে। যা মানব জীবনকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কিউবায় পাম গাছকে রয়েল পাম বলে। কিউবায় পাম গাছের আরও অনেক জাত রয়েছে। আর সেই কারণেই সেখানে পাম সোসাইটি গড়ে উঠেছে। ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার আগেই এই উদ্ভিদ রক্ষণে এগিয়ে আসা প্রয়োজন।