কলকাতা টিভি ওয়েব ডেস্ক: অনুমতি পাওয়ার দু সপ্তাহের মধ্যেই বাজারে এল গুজরাটের অঙ্কলেশ্বরে তৈরি ভারত বায়োটকের কোভ্যাক্সিন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডব্য রবিবার গুজরাটের অঙ্কলেশ্বরে তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ বাজারে এনেছেন। তিনি জানিয়েছেন, ‘অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে দেশকে শক্তিশালী করে তুলতে টিকার প্রয়োজন। অঙ্কলেশ্বরে ভ্যাকসিন প্রস্তুত হওয়ার ফলে দেশে ভ্যাকসিনের যোগান বাড়বে।’ এছাড়াও তিনি জানিয়েছেন অঙ্কলেশ্বরে বর্তমানে প্রতি মাসে ১ কোটির বেশি ভ্যাকসিনের ডোজ তৈরি করা সম্ভব।
বর্তমানে দেশে হায়দ্রাবাদ, মালুর, বেঙ্গালুরু, এবং পুণেতে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন তৈরি হয়। এই তালিকায় যোগ হল গুজরাটের অঙ্কলেশ্বর। এর ফলে দেশে ভ্যাকসিনের যোগান বাড়বে।
আরও পড়ুন- টিকাকরণে নতুন রেকর্ড, একদিনে ভ্যাকসিন নিলেন ১ কোটি মানুষ
জুন মাস থেকে এখানে ভ্যাকসিন উৎপাদনের পক্রিয়া শুরু হয়েছে। প্রথমে কারিগরি বিষয়ক কাজ কর্ম চলছিল। বর্তমানে সেগুলি শেষ হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকেই ভারতের বাজারে পাওয়া যাবে অঙ্কলেশ্বরে তৈরি কোভ্যাক্সিন।
देश को कोरोना से लड़ाई में मज़बूत करने के लिए सबसे ज़रूरी है टीकाकरण। आज अंकलेश्वर, गुजरात स्थित @BharatBiotech के प्लांट से #COVAXIN के पहले commercial batch को रिलीज़ किया।
इससे देश में वैक्सीन की आपूर्ति में बढ़ोतरी होगी एवं हर भारतीय तक वैक्सीन पहुँचाने में मदद मिलेगी। pic.twitter.com/Z2NzvRwEuj
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) August 29, 2021
এই বিষয়ে ভারত বায়োটেকের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ডক্টর কৃষ্ণা এলা জানিয়েছেন,’আমাদের লক্ষ্য বিশ্বের সুরক্ষার কথা মাথায় রেখে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। বর্তমানে আমাদের লক্ষ বছরে ১ বিলিয়ন ভ্যাকসিন বাজারে যোগান দেওয়া।’
আরও পড়ুন- টিকাকরণ সম্পন্ন হওয়ার পরেও কতজন করোনায় আক্রান্ত হয়েছেন, জানতে চাইল হাইকোর্ট
শুক্রবারে টিকাকরণে নতুন রেকর্ড তৈরি হয়েছে। ভারতে একদিকে টিকার ডোজ পেয়েছেন ১ কোটির বেশি মানুষ৷ তবে, বেশ কিছু রাজ্যে এখনও ভ্যাকসিনের ঘাটতি রয়েছে। অন্যদিকে ডিসেম্বরের মধ্যে ৮০ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এর মধ্যেই গুজরাটের অঙ্কলেশ্বরে তৈরি ভ্যাকসিন যে বাজারে টিকার চাহিদা বেশ কিছুটা মেটাতে সম্ভব হবে তা বলাই বাহুল্য।