ওয়েব ডেস্ক : কৃষকদের (Farmers) স্বার্থরক্ষায় দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি। কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করতে পারল না সরকার। কারণ দেশে বেড়েই চলেছে কৃষক আত্মহত্যার ঘটনা। সরকারি রিপোর্ট বলছে, দেশের মধ্যে সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের (Maharastra)। তথ্য অনুযায়ী, গত তিন মাসে মহারাষ্ট্রে ৭৬৭ জন কৃষক আত্মঘাতী হয়েছেন। এই তথ্য সামনে এনেছে সে রাজ্যে কৃষকদের প্রতি বিজেপি সরকারের অবহেলার বিষয়টি।
মহারাষ্ট্রে অধিবেশন চলাকালীন এনডিএ (NDA) সরকারের কাছে রাজ্যের কৃষক অত্মহত্যা সংক্রান্ত তথ্য চেয়েছিল বিরোধী দল কংগ্রেস (Congress)। এর পরেই একটি রিপোর্ট সামনে আনে ফড়ণবিস সরকার। যেখানে বলা হয়েছে গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মহারাষ্ট্রে আত্মঘাতী হয়েছেন ৭৬৭ জন কৃষক। আত্মঘাতী কৃষকদের মধ্যে বেশিরভাগই বিদর্ভ অঞ্চলের বাসিন্দা বলে খবর। মৃত কৃষকদের মধ্যে ৩৭৬ জনের পরিবারকে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে বিজেপি (BJP) সরকার বলে দাবি। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত রিপোর্ট প্রকাশ করেছে সরকার। কিন্তু আগামী যে মাস গুলোর তথ্য এখনও প্রকাশ করা হয়নি, তা নিয়ে আশঙ্কা বাড়ছে।
আরও পড়ুন : বেষণা ও উদ্ভাবনী প্রকল্পে অনুমোদন, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের!
বিরোধীদের অভিযোগ, বিভিন্ন কারণ দেখিয়ে মৃত কৃষকদের পরিবারকে অর্থ সাহায্য করছে না মহারাষ্ট্রের (Maharastra) বিজেপি সরকার। অবশ্য বিরোধীদের এই দাবি মানতে চায়নি সরকার। তাদের যুক্তি, আত্মহত্যার ঘটনায় রাশ টানতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের (Farmers) টাকা দেওয়ার কথা বলা হলেও, কৃষকদের অভিযোগ, এই প্রকল্প খাতায় কলমে থেকে গিয়েছে, বাস্তবে তা পাওয়া যায় না।
মূলত কৃষকদের অভিযোগ, কৃষি ঋণ মুকুব ও ফসলের ন্যুনতম সহায়ক মূল্য বাড়ানো হচ্ছে, ফলে তারা ফসলের দাম পাচ্ছেন না। এর ফলে ঋণের জালে পড়ে আত্মঘাতী হচ্ছেন একের পর এক কৃষক। উল্লেখ্য, গোটা দেশ কৃষক আন্দোলন দেখেছেন। তাতে চাপে পড়ে প্রতিশ্রুতিও দিয়েছিল সরকার। কিন্তু এ সবের মাঝে প্রকাশ্যে এল মহারাষ্ট্রের করুণ ছবি।
দেখুন অন্য খবর :