ওয়েব ডেস্ক : ন্যাশনাল হেরাল্ড (National herald ) মামলায় এবার শুধু সোনিয়া ( Sonia Gandhi) ও রাহুল গান্ধী(Rahul Gandhi) নন, বরং বিপাকে পড়তে পারে গোটা কংগ্রেস দল! এই মামলায় পুরো কংগ্রেস (Congress) দলকেই অভিযুক্ত করতে পারে ইডি। এ নিয়ে সলিসিটর জেনারেল এসভি রাজু বুধবার জানিয়েছেন, আমরা এখনও কংগ্রেসকে এই মামলায় অভিযুক্ত করিনি। তবে প্রমাণ মিললে গোটা দলকেই অভিযুক্ত হিসাবে দেখানো হবে চার্জশিটে। এদিন দিল্লি আদলতে ইডি(ED) অভিযোগ করেছে, রাহুল এবং সোনিয়া ‘অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের’ (এজেএল) দু’হাজার কোটি টাকার সম্পত্তিও আত্মসাৎ করতে চেয়েছিলেন।
উল্লেখ্য, ‘অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড’ ন্যাশনাল হেরাল্ড(National Herald) পত্রিকা প্রকাশ করত। ২০০৮ সালে এই সংস্থা আর্থিক সমস্যায় পড়ে। সেই সময় রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) মালিকানাধীন সংস্থা ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’ ন্যাশনাল হেরাল্ড, কোয়াম-ই-আওয়াজ, এবং নবজীবন নামে তিনটি সংবাদপত্র ‘অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডে’র কাছ থেকে অধিগ্রহণ করে। এই সংস্থার ৭৬ শতাংশ মালিক সোনিয়া ও রাহুল। বাকি শেয়ার ছিল প্রয়াত কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ এবং মতিলাল ভোরার কাছে। এ নিয়ে ২০১২ সালে ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি নিয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি (BJP) নেতা সুব্রহ্মণ্য স্বামী। এর দু বছর পর ২০১৪ সালে এই অভিযোগের তদন্ত শুরু করে ইডি।
আরও পড়ুন : মহারাষ্ট্রে কৃষকদের করুণ অবস্থা! প্রকাশ্যে এল রিপোর্ট
সুব্রহ্মণ্য স্বামীর (Subramanian Swamy) অভিযোগ ছিল, নিয়ম মেনে ন্যাশনাল হেরাল্ড, কোয়াম-ই-আওয়াজ, এবং নবজীবন সংবাদপত্রের অধিগ্রহণ হয়নি। ফলে মাত্র ৫০ লক্ষ টাকার বিনিময়ে দু’হাজার কোটি টাকার মালিক হন সোনিয়া ও রাহুলের ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’।
হস্তান্তরের সময় ন্যাশনাল হেরাল্ডের উপরে ৯০ কোটি টাকার ঋণও ছিল। তবে সেইব ঋণ মুকুব করে দিয়েছিল কংগ্রেস (Congress)। সেটাও নিয়ম মেনে হয়নি বলেও অভিযোগ। প্রসঙ্গত, কোনও রাজনৈতিক দল কাউকে এই ভাবে ঋণ দিতে পারে না, আর সেটা নিয়ম না মেনে মুকুবও করতে পারে না। সুব্রহ্মণ্যম স্বামীর পাশাপাশি, অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের শেয়ার হোল্ডারদের অভিযোগ ছিল, সংস্থার অধিগ্রহণ বেআইনিভাবে হয়েছে। এর পরেই এই মামলার তদন্তে নামে ইডি। বাজেয়াপ্ত করে ইয়ং ইন্ডিয়ান এবং অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের ৭৫২ কোটি টাকার সম্পত্তি।
দেখুন অন্য খবর :