মুম্বই: আরসিএফ থানায় আটক চীনা পায়রা। অভিযোগ, চরবৃত্তির জন্য পায়রাটিকে পাঠিয়েছিল চীন। সেই সন্দেহে প্রায় ৮ মাস আটক ছিল পায়রাটি। অবশেষে মুম্বই পুলিশ পায়রাটিকে মুক্তি দিল।
২০২৩ সালে মে মাসের ঘটনা। পির পাও যেটি থেকে আরসিএফ থানার পুলিশ পায়রাটিকে কোনওভাবে আটক করে। চরবৃত্তির অভিযোগ (FIR) দায়ের করে তদন্ত করে পুলিশ। পরবর্তীতে তদন্তে উঠে আসে এর পেছনে থাকা আসল রহস্য। তদন্তে পুলিশ জানিয়েছে, পায়রাটির পেয়ে দুটি রিং ছিল। রিং দুটি তামা ও অ্যালুমিনিয়ামের তৈরি। পায়রার দুই ডানার নিচে চিনা ভাষায় কিছু লেখা ছিল।
আরও পড়ুন: সমস্যা মেটাতে গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পল
তারপরেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, তাইওয়ানে পায়রা ওড়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল পায়রাটি। পথ ভুলে দেশের বাইরে মুম্বাইয়ের পির পাও জেটিতে চলে আসে পায়রাটি। তদন্তের শেষে পায়রার বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ খারিজ করে পুলিশের অনুমতিতে ছেড়ে দেওয়া হয় পায়রাটি।
রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজ়ারের আধিকারিক জানিয়েছেন, পারেলের পশু হাসপাতালে এতদিন ছিল পায়রাটি। হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনে ও পুলিশের অনুমোদনে ছেড়ে দেওয়া হয়েছে পায়রাটি।
আরও অন্য খবর দেখুন