ওয়েবডেস্ক: টেরর (Terror) আর টক (Talk) একসঙ্গে চলতে পারে না, পাকিস্তানকে (Pakistan) কড়াবার্তা প্রধানমন্ত্রীর (Naredra Modi) । প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের আলোচনা হলে পিওকে (POk) দিতে হবে। POk ছাড়া আর কোনও আলোচনা পাকিস্তানের সঙ্গে নয়।
মোদির হুঙ্কার জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না। ভারতের উপর জঙ্গি হামলা হলে তার যোগ্য জবাব দেবে ভারত। ভারতীয় সেনা (Indian Army) সব রকমভাবে প্রস্তুত। পাকিস্তানের দিকে সব সময় নজর রাখবে ভারত। ভারতের সেনার হামলায় তিনদিনেই পাকিস্তানের হাল বেহাল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ভারতের। অপারেশন সিঁন্দুর (Operation Sindur) এখনও স্থগিত হয়নি। এই যুগ যুদ্ধের নয়, সন্ত্রাসেরও নয়। সন্ত্রাস আর বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। প্রধানমন্ত্রী পাকিস্তানকে কড়া সুরে বলেন, যে সন্ত্রাসবাদের বীজ পাকিস্তান বপন করছে, একদিন এই সন্ত্রাসবাদই পাকিস্তানকে শেষ করে দেবে।
আরও পড়ুন-পরমাণু ব্ল্যাকমেল শুনব না, জঙ্গি হামলা হলে গিয়ে জবাব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ভারতের সেনাকে স্যালুট। প্রতিটি দেশবাসীর তরফ থেকে ভারতীয় সেনাকে স্যালুট জানাই। অসীম শৌর্য বিক্রম দেখিয়েছে ভারতীয় সেনা। ভারতের সেনা এজেন্সিকে ধন্যবাদ। সেনার পরাক্রম দেখেছে দেশবাসী। প্রধানমন্ত্রী বলেন, সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইকের পর অপারেশন সিঁদুর।
অপারেশন সিঁন্দুর শুধু একটা নাম নয়, এটি ন্যায়ের প্রতীক। সন্ত্রাসীরা আমাদের মা বোনেদের সিঁথির সিঁন্দুর মুছেছিল, তার জবাব দিয়েছে ভারত। ভারতের উপর জঙ্গি হামলা হলে মুখের উপর নিজের শর্তে জবাব দেওয়া হবে। পরমাণু ব্ল্যাকমেইল শুনবে না। সেখানে প্রহার করবে। একতাই আমাদের শক্তি।
পাকিস্তানের দেশের মদতে সন্ত্রাস। জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানের সেনাকে দেখা গিয়েছিল সেই প্রসঙ্গও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মার খাওয়ার পর পালানোর পথ পাচ্ছিল না। ভারতীয় সেনার প্রত্যাঘাতে হিমশিম খেয়েছে পাকিস্তান।
দেখুন ভিডিও