কলকাতা টিভি ওয়েব ডেস্ক : ভয়াবহ অগ্নিকান্ড দিল্লিতে। শুক্রবার ভোর ৩:৪৫ নাগাদ রাজধানীর হরকেশ নগরের ওখলা ফেজ – ২ এর একটি কাপড়ের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ইতিমধ্যেই দমকলের ১৮ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ইতিমধ্যেই আগুন বেসমেন্ট এবং প্রথম তলায় ছড়িয়ে পড়েছে। আগুন নেভানোর কাজ চলছে। আগুন লাগার কারণও এখনও জানা যায়নি।
দিল্লি দমকল বিভাগের প্রধান অতুল গর্গ জানান, আগুন নেভানোর জন্য ১৮ টি ইঞ্জিন টেন্ডার মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, বিল্ডিংয়ের নিচের তলা এবং প্রথম তলায় বাড়তি কাপড়ের জমে থাকা টুকরোর গুদামে আগুন লেগেছে। এছাড়াও গার্গ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে, কিন্তু কুলিং অপারেশন চলছে এবং কাপড়ের মত দাহ্য বস্তুতে আগুন লাগার কারণে কিছুটা সময় লাগবে।’