নয়াদিল্লি: রবিবার রাতে দিল্লি-হরিয়ানা সীমান্তের টিকরি কালানের পিভিসি মার্কেটে ভয়াবহ আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।
দিল্লির একটি খোলা গোডাউনে প্রথম আগুন লাগে, দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) কর্মকর্তারা জানিয়েছেন, রাত ৮.৩০ নাগাদ ওই মার্কেটে আগুন লেগেছে। যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই অগ্নিকান্ডের বিষয়ে ডিভিএসের পরিচালক অতুল গার্গ জানিয়েছেন, ‘পিভিসি মার্কেটে অগ্নিকাণ্ডের বিষয়ে রাত ৮ টা ৩৫ মিনিটে একটি ফোন এসেছিল। আগুনটি মূলত একটি খোলা গোডাউনে লাগে। ফলে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।’
রবিবার রাতের বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে রাখতে ২০০ বেশি দমকল কর্মী এবং ৪০ বেশি ফায়ার টেন্ডার মোতায়েন করা হয়েছে।