এখনও পর্যন্ত বিভিন্ন চ্য়াটিং অ্যাপে স্টেটাস বা স্টোরি দেওয়ার অপশন রয়েছে। তবে টেলিগ্রামে এই অত্য়াধুনিক ফিচার এখনও পর্যন্ত আনা হয়নি। এবার সেই ফিচারই আনতে চলেছে টেলিগ্রাম। গত মাসে টেলিগ্রামের সিইও পাভেল ডুরভ ঘোষণা করেন, গ্র্যানুলার কন্ট্রোলের সঙ্গে ইনস্টাগ্রামের মতো স্টোরি ফিচার আনা হচ্ছে। এর জন্য অ্যাপ ডেভেলপাররা এর উপর বিশেষভাবে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বলেও জানান তিনি। সম্প্রতি ওই ফিচার চালু হয় সীমিত সংখ্যক প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য।
জানা গিয়েছে, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ফেসবুক এবং হোয়াটস্অ্যাপে যেভাবে স্টোরিস শেয়ার করা হয় ঠিক তেমনই হবে টেলিগ্রামের স্টোরিস ফিচারেও। ব্য়বহারকারীরা স্টোরিতে তাঁদের ছবি বা ভিডিও শেয়ার করার ঠিক ২৪ ঘণ্টা পর ডিজঅ্যাপিয়ার হয়ে যাবে বলে জানা গিয়েছে। এছাড়াও টেলিগ্রামের নতুন এই ফিচারে ছবি ও ভিডিও ছাড়াও লিঙ্ক এবং ক্যাপশন দেওয়া যাবে। সেইসঙ্গে স্টোরিতে অন্যান্যদের ট্য়াগ ও কমেন্ট করার সুযোগও থাকবে।
এগুলি ইনস্টাগ্রামের মতো উপরের স্ক্রিনে বারে দেখা যাবে। তবে মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্মের বিপরীতে, এটি খুব বেশি স্ক্রীন স্পেস নেবে না বলে জানা গিয়েছে। টেলিগ্রাম স্টোরিতে আপনাকে একইসঙ্গে সামনের এবং পিছনের ক্যামেরা দ্বারা তোলা ছবি যোগ করতে এবং পোস্ট করতে দেয়। স্টোরি দেওয়ার ২৪ ঘণ্টা পর মুছে গেলেও প্রিমিয়াম ব্যবহারকারীদের ক্ষেত্রে ৪টি অপশন বেছে নেওয়ার সুযোগ থাকবে। প্রিমিয়াম ব্যবহারকারীরা ৬, ১২, ২৪ ও ৪৮ ঘণ্টা তাদের স্টোরি টাইম সিলেক্ট করতে পারবেন।
আরও পড়ুন: ADR Reoport | লোকসভার ২৩৬, রাজ্যসভার ৭২ জন সদস্যের বিরুদ্ধে ঝুলছে ফৌজদারি মামলা
ব্যবহারকারীদের স্টোরি তাঁদের কনট্যাক্টের মধ্যে কারা দেখতে পারবেন, তাও ঠিক করার জন্য রয়েছে অপশন। ব্যবহারকারীরা চাইলে স্টোরি দেওয়ার সময় এক বা তার বেশি কনট্যাক্টকে হিডেন লিস্টে রাখতে পারবেন। প্রত্যেক টেলিগ্রাম ব্যবহারকারীরা স্টোরি দেখতে পারেবন, তবে প্রিমিয়াম ইউজাররা স্টোরি পোস্ট করতে পারবেন। প্রতি মাসে টেলিগ্রাম প্রিমিয়াম প্যাক নেওয়ার জন্য ৩১৯ টাকা খরচ করতে হবে ইউজারদের। আর এক বছরের সাবস্ক্রিপশনের জন্য দিতে হবে ২ হাজার ৩৯৯ টাকা।