ওয়েব ডেস্ক: ব্যক্তিগত জীবনের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করার পরেই নিজের বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে (Tej Pratap Yadav) দল এবং পরিবার থেকে বহিষ্কার (Expel) করেছেন আরজেডি (RJD) সুপ্রিমো লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। রবিবার দলের হয়ে এই সিদ্ধান্ত জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি। তারপর থেকেই বিহারের রাজনীতিতে পড়েছে শোরগোল। আর এবার দাদার বহিষ্কার নিয়ে মুখ খুললেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)।
ঘটনা প্রসঙ্গে লালু যাদবের আরেক ছেলে তেজস্বী যাদব স্পষ্ট জানিয়ে দিলেন, দাদা তেজ প্রতাপ যাদব প্রাপ্তবয়স্ক এবং তাঁর নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তার রয়েছে। তবে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও আদর্শ থেকে কোনওরকম বিচ্যুতি বরদাস্ত করা হবে না বলে দাবি করেছেন তেজস্বী। এক্ষেত্রে আরজেডি প্রধান তথা তাঁদের বাবা লালু প্রসাদ যাদব যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে দলের অবস্থান স্পষ্ট বলে জানিয়ে দিলেন তেজস্বী।
আরও পড়ুন: বড় ছেলেকে দল ও পরিবার থেকে বহিষ্কার লালু যাদবের, কিন্তু কেন?
একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে বিতর্কের জন্ম হয়, যেটি আবার পরে ডিলিটও করে ফেলা হয়। তেজ প্রতাপ যাদবের ফেসবুক প্রোফাইল থেকে একটি ছবি শেয়ার করা হয়, যেখানে তাকে একজন তরুণীর সঙ্গে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, “আমি তেজ প্রতাপ যাদব এবং যাকে আপনারা ছবিতে দেখছেন, তার নাম অনুষ্কা যাদব। আমরা গত ১২ বছর ধরে একে অপরকে ভালোবাসি। আজ আমি আমার মনের কথা আপনাদের সামনে প্রকাশ করলাম।”
এর পরেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লালু যাদব লেখেন, “ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধ উপেক্ষা করলে, সামাজিক ন্যায়ের জন্য আমাদের সংগ্রাম দুর্বল হয়ে পড়ে। বড় ছেলের কার্যকলাপ, জনসমক্ষে আচরণ এবং দায়িত্বজ্ঞানহীন ব্যবহারের কারণে, আমি তাঁকে দল এবং পরিবার থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। আজ থেকে দলে, এবং পরিবারে ওর কোনও ভূমিকা থাকবে না।”
দেখুন আরও খবর: