মোদী সরকার খারিজ করে দিলেও তামিলনাড়ুতে চালু হয়ে গেল শিশু পড়ুয়াদের জন্য ব্রেকফাস্ট মিল। নরেন্দ্র মোদী(Narendra Modi) সরকারের নিউ এডুকেশন পলিসিতে(New Education Policy) প্রস্তাব করা হয়েছিল সকালের প্রাথমিক স্কুলের শিশু পড়ুয়াদের জন্য ব্রেকফাস্ট মিলের। কিন্তু অর্থ দফতর সেই প্রস্তাব বাতিল করে দেয় বিপুল খরচের দোহাই দিয়ে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী(Tamil Nadu Chief Minister)এম কে স্ট্যালিন(MK Stalin) এই প্রকল্প চালু করে বলেছেন এটা কোনও দান-খয়রাতি নয়, এটা সরকারের দায়িত্ব।
ব্রেকফাস্ট মিলে প্রতিটি পড়ুয়ার জন্য বরাদ্দ করা হয়েছে ১২.৭৫ টাকা। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১৫৪৫টি সকালের স্কুলের ১লক্ষ ১৪ হাজার শিশু পড়ুয়াকে এই খাবার দেওয়া হবে। মাদুরাই(Madurai) জেলা থেকে এই প্রকল্পের প্রথম দফার কাজ রূপায়ণ শুরু হয়েছে গত বৃহস্পতিবার। ধীরে ধীরে তা প্রতিটি জেলায় চালু করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। খাবারের মধ্যে থাকবে খিচুড়ি(Porridge), উপমা(Upma), পোঙ্গল(Pongal), সেমাই(Semai) ইত্যাদি।
আরও পড়ুন: জগন্নাথদেবের পর মোদি, ৫৬ ভোগের আয়োজন ৫৬ ইঞ্চি ছাতির জন্মদিনে, খেলেই সাড়ে ৮ লাখ
বর্তমান বছর, ২০২২ সালকে বলা যেতে পারে মিড ডে মিলের(Mid Day Meal) শতবর্ষ । ১৯২২ সালে তৎকালীন মাদ্রাজের মেয়র(Madras Mayor), জাস্টিস পার্টির নেতা পি থেগারাইয়া শেট্টি প্রথম মাদ্রাজ শহরের সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য মিড ডে মিল চালু করেছিলেন। ভারতে মি ডে মিলের সেই শুরু। তবে সাম্রাজ্যবাদী বৃটিশ সরকার এই উদ্যোগকে ভালো চোখে দেখেনি এবং সরকারি নির্দেশ জারি করে ওই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছিল। এর পর ফের ১৯৫৬ সালে কংগ্রেসের মুখ্যনন্ত্রী কামরাজ নতুন করে বেশ কয়েকটি জেলায় চালু করেছিলেন মিড ডে মিল। বর্তমানে যে রান্না করা খাবার মি ডে মিলে দেওয়া হয় পড়ুয়াদের, তা চালু হয়েছে ২০০১ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ।