ওয়েবডেস্ক: তামিলনাড়ুর (Tamilnadu) একটি সরকারি মিড স্কুলের (Mid Day Meal) খাবার খেয়ে বিষক্রিয়া। অসুস্থ হয়ে পড়ে প্রায় ১৫ জন পড়ুয়া। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকে বমি ও পেট ব্যথা শুরু হয় তাদের। ঘটনাটি ঘটেছে তিরুচিরাপল্লীরে (Tiruchirappalli) একটি সরকারি স্কুলে (Government School)। চিকিৎসকের একটি স্কুলে এসে তাদের পরীক্ষা করে ওষুধ দেন। ১৫ জনের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, মিড মে মিলের খাবার খাওয়ার পরে মোট ৫৩ জন পড়ুয়ার সঙ্গেই কম বেশি এই ঘটনা ঘটে। তাদের মধ্যে ১৫ জন বেশি অসুস্থ হয়ে পড়ে। পাঁচজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। খাবার ও জলে নমুনা পরীক্ষার পরই বিষক্রিয়ার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে চিকিৎসকরা। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: জ*ঙ্গিদের রাইফেল কেড়ে নিতে গিয়েছিল, গুলিতে ঝাঁঝরা সৈয়দ আদিল হুসেন শাহ
অন্যদিকে, ফেব্রুয়ারিতে তেলেঙ্গানার এনএমআইএমএস এ ৮০ জন ছাত্র অসুস্থ হয়। কলেজ কর্তৃপক্ষ দাবি করেছিল, তারা ক্যাম্পাসের বাইরে খেয়ে অসুস্থ হয়েছে। যদিও ছাত্রদের অভিযোগ, ক্যাম্পাসের মধ্যেই খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছে তারা। এই নিয়ে তারা প্রতিবাদ জানায়। মিড মিলের খাবার নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে। মাঝে মধ্যেই বেশ কিছু থেকে মিড ডে মিল খেয়ে অসুস্থতার খবর সামনে আসে। অনেক ক্ষেত্রের দেখা যায়, প্রকৃত পরিষ্কার পরিচ্ছন্নতার অবলম্বন না করেই রান্না করা হয়। এই ধরনের ঘটনায় কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেছে কর্তৃপক্ষ।
দেখুন আরও খবর: