ওয়েবডেস্ক: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর বা পিওকে (POK) নিয়েই হবে। সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হবে। সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে (Address to the Nation) পড়শি দেশকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একইসঙ্গে বুঝিয়ে দিলেন, আর কোনও বিষয় নিয়ে কথা বলতে রাজি নয় ভারত (India)। পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর কি তবে ভারতে ফেরানোর টার্গেট নেওয়া হচ্ছে? সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান। পাক অধ্যুষিত কাশ্মীর নিয়ে আলোচনা করুক। এদিন বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদি।
এই ‘কাশ্মীর’ ইস্যু নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানে না ভারত। এটাই ভারতের এখনও পর্যন্ত নীতি। ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার দিকে নজর সবার। আগামী দিনে এই জল কোন পথে যায় সেটাই দেখার। উল্লেখ্য, স্বাধীনতার পরে সেই রাজা হরি সিংয়ের আমল থেকে পাক অধ্যুষিত কাশ্মীর নিয়ে সমস্যা। পাকিস্তান সেখানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর বানিয়েছে।
আরও পড়ুন: সন্ত্রাসবাদ আর বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, হুঙ্কার মোদির
জম্মু ও কাশ্মীরের পহেলগামে গত ২২ এপ্রিল জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারান। পাকিস্তানের মদতে ওই হামলা হয়। অপারেশন সিঁদুরের মাধ্যমে তার জবাব দেয় ভারতীয় সেনা। পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। এরপর দুই দেশের উত্তেজনা বাড়ে। পাকিস্তান ভারতের সাধারণ মানুষকে টার্গেট করে। ভারত পাকিস্তানের এয়ারবেস ধ্বংস করে দেয়। সেনাঘাঁটিতে প্রত্যাঘাত করে। জানা গিয়েছে, এরপর কাতর আর্জি নিয়ে ভারতক্ সংঘর্ষ বিরতির প্রস্তাব দেয় পাকিস্তান। দুই দেশের সেনার ডিজিএমও সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেয়। ওই ঘটনার পর এদিন জাতির উদ্দেশ্যে বক্তব্যে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনার বীরত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভারতের মা, বোন, মেয়েদের সিঁদুর মুছে দেওয়ার কী জবাব দেওয়া হয়েছে। যা পাকিস্তান ভাবতে পারেনি বলেও জানান প্রধানমন্ত্রী। আগামী দিনে সন্ত্রাসবাদ হলে ভারতের নীতি কি হবে তাও এদিন হুঁশিয়ারির সুরে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
দেখুন অন্য খবর: