কলকাতা: ‘বিজেপিকে আটকানো কোনও ব্যাপার নয়, তা করে দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দাবি, সদ্য কংগ্রেস ত্যাগী সুস্মিতা দেবের৷ তাঁর মতে, আগামিদিনে দেশের যে কোনও রাজ্যে মমতার নেতৃত্বে বিজেপিকে রুখে দেওয়া যায়৷ ১৬ অগস্ট তৃণমূলে যোগ দিয়েছেন শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব৷ তারপর তৃণমূলের হয়ে অসমের একাধিক জায়গায় গিয়েছেন৷ তিনি অসম ছাড়াও ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সংগঠন গড়ার কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন৷
সম্প্রতি এক ইন্টারভিউতে সুস্মিতা দেব বলেছেন, বিজেপিকে রুখে দেওয়া সম্ভম৷ যা একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন৷ এটা শুধু ভারত নয়, বিশ্বের রাজনীতিকরা দেখেছেন৷ আগামীদিনে মমতার নেতৃত্বে অসম-ত্রিপুরা বিজেপিকে রোখা হবে৷’
Listen to @sushmitadevinc share her experience after meeting our National General Secretary @abhishekaitc & the Hon'ble Chief Minister of WB @MamataOfficial along with Parliamentary Party Leader RS @derekobrienmp.
She will address the Media in Delhi, tomorrow. Stay tuned! pic.twitter.com/LOUPyF7Ez7
— All India Trinamool Congress (@AITCofficial) August 16, 2021
আরও পড়ুন- টাকা দিতে অস্বীকার, মহীশূরে পুরুষ বন্ধুর সামনে কলেজ ছাত্রীকে গণধর্ষণ
প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের মেয়ে সুস্মিতা দেব৷ তিনি ছোট বেলায় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন৷ পরে কংগ্রেসে যোগ দেন৷ কিন্তু, সম্প্রতি কংগ্রেসের সঙ্গে ত্রিশ বছরের সম্পর্ক ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাইডলাইনে তৃণমূলের সঙ্গে বাকি রাজনৈতিক জীবন কাটাতে চান সুস্মিতা৷ একই সঙ্গে অসম-ত্রিপুরায় তৃণমূলের সংগঠন মজবুত করতে চান৷ এ সব নানা প্রসঙ্গেই প্রশ্নোত্তর পর্বে নানান মন্তব্য করেছেন তিনি৷
কলকাতায় এসে তৃণমূলে যোগদানের পরে পরস্পরকে নমস্কার জানাচ্ছে সুস্মিতা-অভিষেক৷ ছবি- টুইটার৷
আরও পড়ুন- যোগীকে চটি পেটার কথা বলেছিলেন উদ্ধব ! এবার শিবসেনাকে নিশানা রাণের
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুরনো পারিবারিক সম্পর্কের কথা বলে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, বাবা সন্তোষ মোহন দেবের রাজনৈতিক পরম্পরা বজায় রেখে আগামিদিনে এগিয়ে যেতে চান সুস্মিতা।
আরও পড়ুন- ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েও আক্রান্ত কত, রাজ্যের কাছে তথ্য চাইল কেন্দ্র
সুস্মিতা বলেন, বাবা সন্তোষ মোহন দেব ছাড়াও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে সুস্মিতা আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশক্তি দিয়ে বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছেন। আমরা তাঁর সঙ্গে কাজ করব, শালীনতার সঙ্গে দীর্ঘ মেয়াদী খেলা হবে। সন্তোষ মোহন দেবের নৈতিক পরম্পরা বজায় থাকবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুস্মিতা দেব৷ ছবি- টুইটার সৌজন্যে
মহিলারা আরও বেশি করে রাজনীতিতে এলে খুশি হবেন সুস্মিতা দেব৷ দেশের একাধিক সফল মহিলা রাজনীতিকদের প্রসঙ্গে তিনি বলেছেন, মহিলারা আরও বেশি করে রাজনীতিতে এলে আমি খুশি হব৷ অদূর ভবিষ্যতে অসমের মাটিতে ঘাস ফুলের ভিত মজবুত হবে বলে দাবি করেছেন সুস্মিতা। তাঁর কথায়, “আমার দৃঢ় বিশ্বাস যে আমরা সবাই যদি পরিশ্রম করি, তাহলে তৃণমূল কংগ্রেসকে তৃণমূলস্তর থেকে তৈরি করতে পারব।” বরাক এবং কাছারের একটা রাজনৈতিক ঐতিহ্য আছে। সেই পরম্পরা মেনেই তৃণমূল রাজনীতি করবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন-লালবাজারের অধিকাংশ সিসি ক্যামেরা বিকল, তদন্তে গোয়েন্দারা
শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব হাত ছেড়ে ঘাসফুলে যোগ দেওয়ার পরই অসমে গণ ইস্তফা দিয়েছেন কংগ্রেসের নেতা–কর্মীরা। আর তাতে ২৭ জন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের কথা জানিয়ে দিলেন। অসমেও তৃণমূল কংগ্রেস শক্তিশালী ভিত গড়তে চায়। তাই সুস্মিতাকেই এখানে মুখ করতে চায় তৃণমূল কংগ্রেস।