ওয়েব ডেস্ক: রূপান্তরিত (Transgender), সমকামী, যৌনকর্মীদের (Sex Worker) রক্তদানের ক্ষেত্রে থাকা নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে হওয়া মামলায় কেন্দ্রীয় সরকারের (Central Government) বক্তব্য তলব করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। চিকিৎসাজনিত নিরাপত্তা এবং নিয়মনীতির সঙ্গে কোনওরকম আপস না করে এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের অভিমত আদালত জানতে চায়, যাতে বৈষম্যের অভিযোগ না ওঠে। রূপান্তরিত, যৌনকর্মী ইত্যাদিদের রক্তদানে নিষেধাজ্ঞা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রশ্ন, এদের সকলকেই কি আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে চলেছি?
কেন্দ্রের তরফে জানানো হয়, প্রাসঙ্গিক গাইডলাইন জারি করেছে ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল অফ ইন্ডিয়া। কারণ এইসব শ্রেণির লোকেদের থেকে রক্তগ্রহণ সাধারণভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন: ড্রোন হামলার জবাবে এসে গেল ভারতের নতুন ‘ভার্গবাস্ত্র’
কিন্তু এভাবে কি আমরা এক বিচ্ছিন্ন গোষ্ঠী তৈরি করছি না? যাঁরা সামাজিকভাবে কলঙ্কিত, পক্ষপাতমূলক, নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন! এমন অভিমত দিয়েও এই বিষয়টি সম্পর্কে একমাত্র বিশেষজ্ঞরাই উপযুক্ত অভিমত দিতে পারেন বলে মন্তব্য শীর্ষ আদালতের।
প্রসঙ্গত, ২০১৭ সালের গাইডলাইন্স অন ব্লাড ডোনার সিলেকশন অ্যান্ড ব্লাড ডোনার রেফারেল নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যা জারি করেছে ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এবং ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন। সেখানেই মূলত ট্রান্সজেন্ডার, গে এবং মহিলা যৌনকর্মীদের উচ্চ ঝুঁকিপূর্ণ রক্তদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন।
দেখুন অন্য খবর: