নয়া দিল্লি: জেল হেফাজতে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আইপিএস সঞ্জীব ভাটের জামিনের ও যাবজ্জীবন সাজা স্থগিত রাখার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে (Supreme Court)। ওই দুই আবেদন খারিজ করলেও সাজার বিরুদ্ধে আসামির আবেদন অগ্রাধিকারের ভিত্তিতে শোনার আশ্বাস বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার।
অযোধ্যার রাম মন্দির ইস্যুতে তৎকালীন বিজেপি প্রধান লালকৃষ্ণ আদভানির রথযাত্রাকে কেন্দ্র করে ৩০ অক্টোবর ডাকা ভারত বন্ধে ১৩৩ জনকে আটক করে পুলিশ। ১৯৯০ সালের সেই ঘটনায় টাডা আইনে আটক ওই ১৩৩ জনের মধ্যে প্রভুদাস বৈষ্ণানীর ৯ দিন হেফাজত থেকে ছাড়া পাওয়ার পরেই মৃত্যু।
আরও পড়ুন: জামিয়ায় এমএ পড়ুুয়া ছাত্রীকে হেনস্থা, আটক মেস কর্মী
সেই সূত্রে হওয়া এফআইআর অনুসরণে ভাট সহ সাত পুলিশ অফিসার, দুই সাব-ইন্সপেক্টর, তিন কনস্টেবল অভিযুক্ত। জামনগর জেলার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার ভাট ও আরেক পুলিশ কর্মীকে দায়রা আদালত দ্বারা যাবজ্জীবন কারাদণ্ড। ২০২৪ সালে গুজরাট হাইকোর্টে সেই রায়ের বিরুদ্ধে ভাটের আবেদন খারিজ।
উল্লেখ্য, ভাটের বিরুদ্ধে ১৯৯৬ সালে মাদক মামলা সাজানো এবং ১৯৯৭ সালে আরও একটি হেফাজতে মৃত্যু ঘটানোর অভিযোগ রয়েছে। ১৯৯৬ সালের মামলায় ইতিমধ্যেই দায়রা আদালতে তাঁকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছে। যদিও পরের মামলা থেকে আদালত তাঁকে অব্যাহতি দিয়েছে।
দেখুন আরও খবর: