নয়াদিল্লি: এসএসসি চাকরিহারাদের নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court on Recruitment Scam)। র্যাঙ্ক জাম্প করা চাকরিহারারা কোনও ভাবেই এসএসসি-র (SSC) নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ পাবে না স্পষ্ট জানিয়ে দিল শীর্ঘ আদালত। এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় ‘র্যাঙ্ক জাম্প’ করে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের পরীক্ষায় বসতে দেওয়ার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ঘ আদালত সাফ জানিয়ে দিল, এই মামলায় দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খন্না যে রায় দিয়েছিলেন তা বহাল রাখল শীর্ষ আদালত। ওই চাকরিহারারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না, বসতে পারবেন না পরীক্ষায়।
নিয়োগে দুর্নীতি অভিযোগ তুলে পুরো প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায়। কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। একসঙ্গে এত জনের চাকরি চলে গেলে রাজ্যের স্কুলগুলি কীভাবে চলবে সেই নিয়ে ফের কোর্টে যায় পর্ষদ। পরবর্তীতে সুপ্রিম কোর্ট গ্রুপ সি ও গ্রুপ ডি বাদ দিয়ে বাকি শিক্ষক ও শিক্ষিকাদের ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালানোর নির্দেশ দেয়। র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়াদের একাংশ আবেদন করে শীর্ষ আদালতে।
আরও পড়ুন: ২ থেকে ৮ জুলাই প্রতিদিন ন্যাশনাল হেরাল্ড মামলার শুনানি
এই সকল চাকরিহারাদের দাবি, তাঁদের আরও একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক। এ দিন সেই আবেদন খারিজ করে দেয় আদালত। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের স্পষ্ট বক্তব্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি যে নির্দেশ দিয়েছিলেন তা সঠিক। তাতে তারা আর হস্তক্ষেপ করবে না। কারণ ওই নির্দেশে কোনও ভুল ছিল না। এসএসসি-র মেধাতালিকার ক্রম বা ‘র্যাঙ্ক’-এ পিছিয়ে থেকেও অন্যদের টপকে উপরে উঠে আসাকে ‘র্যাঙ্ক জাম্প’ বলা হচ্ছে। যাঁরা এ ভাবে চাকরি পেয়েছেন, তাঁদেরও ‘অযোগ্য’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাঁরা চাকরি পাওয়ার ফলে ক্রমতালিকায় উপরে থাকা প্রার্থীরা, যাঁরা পরীক্ষায় তুলনামূলক ভাল ফল করেছিলেন, তাঁরা বঞ্চিত হয়েছেন।
দেখুন ভিডিও