Placeholder canvas
কলকাতা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
বেআইনি নির্মাণের অভিযোগে ৪০ তলার দুটি আবাসন গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: পল্লবী দত্ত
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৯:৫০ পিএম
  • / ৩৯৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: পল্লবী দত্ত

নয়াদিল্লি: ৪০ তলার দুটি আবাসন গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)৷ মঙ্গলবার শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের এমন নজিরবিহীন রায়ে দেশের অন্যতম বড় আবাসন নির্মাতা সংস্থা সুপারটেকের (Supertech) মাথায় যেন বাজ ভেঙে পড়ে৷ ক্ষুব্ধ দুই বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় এবং এম আর শাহ জানিয়ে দেন, নয়ডা অথরিটির (Noida Authority) নির্দেশ মেনে আবাসন সংস্থাকে নিজেদের গ্যাঁটের কড়ি খরচ করে ওই জোড়া টাওয়ার ভেঙে ফেলতে হবে৷

সুপ্রিম কোর্টের এই নির্দেশে বেকায়দায় পড়েন অগ্রিম টাকা দিয়ে ওই আবাসনে ফ্ল্যাট বুকিং করা গ্রাহকরা৷ যদিও তাঁদের স্বস্তি দিয়েছে আদালত৷ ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দু’মাসের মধ্যে সমস্ত ক্রেতাদের টাকা মেটাতে হবে সুপারটেককে৷ শুধু তাই নয়, টাকা জমা দেওয়ার দিন থেকে ১২ শতাংশ সুদ-সহ গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে৷ এখানেই শেষ নয়৷ রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ২ কোটি টাকা চোকাতে হবে সুপারটেককে৷ এই রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আবাসন নির্মাতা সংস্থার সঙ্গে এতদিন আইনি যুদ্ধ চালিয়ে যাচ্ছিল৷

আরও পড়ুন: কৃষি বিলের প্রতিবাদে ২৫ সেপ্টেম্বর ভারত বনধের ডাক কৃষক সভার

কোনও নিয়মনীতির তোয়াক্কা না করে নয়ডার গ্রিন এলাকায় টুইট টাওয়ার তৈরি করেছিল সুপারটেক৷ ৪০ তলার ওই দুটো আবাসনে মোট ৯১৫টি ফ্ল্যাট রয়েছে৷ যার মধ্যে ৬৩৩টি ফ্ল্যাট অগ্রিম বুকিং করেছিলেন গ্রাহকরা৷ তৈরির সময় থেকেই এই প্রজেক্ট নিয়ে অনেক আপত্তি উঠে আসছিল৷ ২০১৪ সালে এলাহাবাদ হাইকোর্টও দুটি আবাসন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল৷ জানিয়েছিল, নয়ডা বিল্ডিং রেগুলেশনে বলা হয়েছে দুটি বিল্ডিংয়ের মধ্যে কমপক্ষে ১৬ মিটার দুরত্ব রাখতে হবে৷ সেই নিয়ম এক্ষেত্রে মানা হয়নি৷ পাশাপাশি উত্তরপ্রদেশ অ্যাপার্টমেন্ট অনার্স অ্যাক্ট বলছে, যাঁরা ফ্ল্যাট কিনছেন তাঁদেরও মতামত নিতে হবে আবাসন সংস্থাকে৷ সেটাও এক্ষেত্রে মানা হয়নি৷

মঙ্গলবার ১৪০ পাতার রায়ে একই কথা জানায় সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত জানিয়েছে, ১৬ মিটারের পরিবর্তে দুটি বিল্ডিংয়ের মাঝে দুরত্ব রাখা হয়েছিল ৯ মিটার৷ যেহেতু দুটি টাওয়ারের উচ্চতা ২৪ তলা থেকে বাড়িয়ে ৪০ তলা করার অনুমতি দেওয়া হয়েছিল সেহেতু ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী দুটি বিল্ডিংয়ের মাঝের দুরত্ব ২০.৪৫ মিটার রাখা দরকার ছিল৷ আবাসন সংস্থা সেটা পালন করেনি৷ এর বাইরেও বহু নিয়ম ভেঙেছে সুপারটেক৷ বিচারপতিরা তাঁদের রায়ে জানিয়েছেন, সম্পূর্ণ বিল্ডিংটা বেআইনিভাবে তৈরি হয়েছে৷ আবাসন তৈরির কোনও নিয়ম মানা হয়নি৷ এজন্য নয়ডা অথরিটিকে ধমক দেয় আদালত৷ জানিয়েছে, ক্ষমতার অপব্যবহার করে আবাসন তৈরির নকশা অনুমোদন দেওয়া হয়েছে৷

আরও পড়ুন: ভোট পরবর্তী ‘হিংসা’ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

গত ৫ অগস্ট ছিল এই মামলার শেষ শুনানি৷ তার পর মঙ্গলবার রায় ঘোষণা করে আদালত৷ জানিয়েছে, তিন মাসের মধ্যে অ্যাপেক্স এবং সিয়ানে টাওয়ার দুটি ভেঙে ফেলতে হবে৷ এর সমস্ত খরচ সুপারটেক মেটাবে৷ দু’মাসের মধ্যে গ্রাহকদের অগ্রিম বুকিংয়ের টাকা ফেরত দিতে হবে৷ সুপ্রিম কোর্টের রায়ের পরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার সঙ্গে জড়িত অফিসারদের খুঁজে কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন৷ অপরদিকে সুপারটেক গ্রুপের চেয়ারম্যান আর কে অরোরা জানিয়েছেন, তাঁরা রায় পুর্নবিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন৷

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

সরি! মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে ১৩ তলা থেকে লাফ মায়ের
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
তিন মাসেই বেহাল কোটি টাকার রাস্তা, দুর্নীতির অভিযোগে সরব বিরোধী ও স্থানীয়রা
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
রোদে বেরোনোর আগেই এক খাবলা সানস্ক্রিন? ত্বকের ধরন বুঝে না কিনলেই…
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
পুজোর আগেই বড় বিপাকে মিমি! ইডি দফতরে তলব অভিনেত্রীকে
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
পথচলতি বাইক চালককে সোনার হার ফিরিয়ে দিলেন সিভিক ভলেন্টিয়ার
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
তৃণমূলের কোর কমিটির বৈঠক, কলকাতা আসছেন অনুব্রত
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
ছুটির বিকেলে ভূমিকম্প! কাঁপল কলকাতাও, রিখটার স্কেলে ৫.৯
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
অর্থাভাব বাধা নয়! নবাব বাড়ির কেনা জায়গার উপর ২৬৩ বছরের মা দুর্গার পুজো
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
ক’দিন প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকবেন সুশীলা কারকি? দেখুন বড় আপডেট
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
বাউলের জীবনের আবহে, সঙ্ঘশ্রী ক্লাবের দুর্গাপুজোয় ‘দিগন্তের সুর’
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
নেপালে নিহতদের ‘শহিদ’ তকমা, ১০ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা কার্কির
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
“পরীক্ষায় বসলেও আন্দোলন থামবে না”, হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষক কৃষ্ণ গোপাল চক্রবর্তী
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
দশমীতে অরন্ধন, বন্দোপাধ্যায় বাড়ির জৌলুস কমলেও রীতিতে ভাঁটা পড়েনি
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
BJP-র রাজ্যে চাকরির আকাল! SSC দিতে ভিনরাজ্যের হাজারো প্রার্থী
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
বর্ণ বিদ্বেষ আজ ইতিহাস! সাগরদ্বীপের দুর্গোৎসবে দুই বর্ণ মিলেমিশে একাকার
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team