নয়াদিল্লি: পেগাসাস নিয়ে কেন্দ্রের জবাবে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। এর উত্তরে সলিসিটার জেনারেল তুষার মেহেতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামনাকে জানান, জাতীয় নিরাপত্তার বিষয় সম্পর্কিত কোনও গোপন তথ্য কেন্দ্র সর্বসমক্ষে প্রকাশ করতে পারবে না। মঙ্গলবার পেগাসাস সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, কেন্দ্রের দেওয়া মাত্র দু-পাতার হলফনামা যথেষ্ট নয়। পেগাসাস নিয়ে কেন্দ্রকে হলফনামা জমা দিতে ১০ দিন সময় দেওয়া হয়েছে। পেগাসাস জনস্বার্থ মামলায় শীর্ষ আদালত কেন্দ্রকে বিস্তারিত হলফনামা জমা দিতে বললেও তা প্রত্যাখ্যান করে। পেগাসাস নিয়ে বিরোধীদের করা যাবতীয় অভিযোগ উড়িয়ে কেন্দ্র হলফনামায় জানিয়েছে দেশ বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার জন্যই ওই সফটওয়্যারের ব্যবহার করা হয়েছিল। এর আগে এর আগে সংসদে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ দাবি করেছিলেন যে পেগাসাস কোনও ভারতীয় নাগরিকের উপর প্রয়োগ করা হয়নি। তবে পেগাসাস কেনা বা ব্যবহার নিয়ে স্পষ্ট ‘না’ আসেনি কেন্দ্রের তরফে।
আরও পড়ুন: অজন্তা বিশ্বাসকে তিন মাসের জন্য সাসপেন্ড করল সিপিএম
সুপ্রিম কোর্টের সলিসিটার জেনারেল তুষার মেহেতা জানান, দেশের সুরক্ষার কথা ভেবে জনস্বার্থ মামলার শুনানিতে এর থেকে বেশি তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, একমাত্র সুপ্রিমকোর্ট যদি কোনও নিরপেক্ষ ও স্বাধীন বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করে তবেই সেই কমিটির সামনে পেগাসাস নিয়ে তথ্য সামনে আনতে প্রস্তুত। তুষার মেহেতা জানান, দেশ বিরোধী কার্যকলাপ রুখতে সরকার ও প্রতিরক্ষা মন্ত্রক এই ধরনের সফটওয়্যার মাঝে মধ্যেই ব্যবহার করে থাকে। দেশের সাধারণ মানুষের উপর গোপন নজরদারি চালানো হয়নি। কোন সরকারের প্রতিরক্ষা মন্ত্রকই তাদের ব্যবহৃত সফ্টওয়্যার সম্পর্কে তথ্য জনসমক্ষে প্রকাশ করে না। এতে দেশবিরোধী সংগঠনগুলি সতর্ক হয়ে যেতে পারে। জনস্বার্থ মামলার শুনানির ভিত্তিতে সুপ্রিম কোর্ট নোটিস দিয়ে জানিয়েছে, সাংসদ, সংবাদমাধ্যমের উপর পেগাসাসের ব্যবহার নিয়ে কেন্দ্রকে দ্রুত তদন্ত শুরু করতে হবে।