ওয়েবডেস্ক: বৃহস্পতিবার শীর্ষ আদালতে মুলতুবি হয়ে গেল ওয়াকফ মামলা। সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি (Chief Justice of India) বিআর গাভাই ও বিচারপতি জর্জ মসিহর ডিভিশন বেঞ্চ ওয়াকফ (Waqf) মামলা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন। আগামী ২০ মে, মঙ্গলবার সারা দিন এই মামলা শোনা হবে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই দিন আর কোনও মামলা শোনা হবে না। ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের পক্ষে ও বিপক্ষে সওয়াল শোনা হবে। একইসঙ্গে প্রধান বিচারপতি এটাও জানিয়ে দিয়েছেন, ওয়াকফ আইন ১৯৯৫-এর বৈধতা (Validity) নিয়ে কোনও মামলা বিবেচনা করা হবে না।
প্রধান বিচারপতি বি আর গাভাই আইনজীবীদের ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে বলেছেন। কেন্দ্রীয় সরকারের হয়ে এই মামলায় সওয়াল করছেন সলিসিটির জেনারেল তুষার মেহতা। মামলাকারীদের পক্ষে আইনজীবী কপিল সিবাল। গত ৫ মে সেসময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলা উঠেছিল।
আরও পড়ুন: সুপ্রিম কোর্ট কীভাবে রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারে? তীব্র প্রতিক্রিয়া দ্রোপদী মুর্মুর
উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে মামলা হয়েছে। মুসলিমদের সম্পত্তি সংক্রান্ত এই নতুন আইনের বিরোধিতায় দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে। মুর্শিদাবাদে হিংসা ছড়ায়। যে ঘটনায় তিন জনের মৃত্যু হয়। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্টও।
দেখুন অন্য খবর: