নয়াদিল্লি: গাছ কাটার দায়ে আদালত অবমাননার মামলায় দিল্লি উন্নয়ন পর্ষদের (Delhi Development Council) আধিকারিকদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালতের অনুমোদন ছাড়া রাস্তা সম্প্রসারণ প্রকল্পে গাছ কাটায় সাজা ঘোষণা করলেন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিং।
আদালতের অভিমত, দেশ চলে আইনের ভিত্তিতে। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে বিচার বিভাগের উপর বিপুল আস্থা রাখা হয়। কিন্তু যেখানে ইচ্ছাকৃতভাবে আদালতকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হবে, সেখানে কঠোর দৃষ্টিভঙ্গি নিতে হবে। এমন অপরাধ দুই রকমের হতে পারে। অনুমোদনের প্রয়োজনীয়তা জানা থাকা সত্ত্বেও গাছ কেটে ফেলার ঘটনা ইচ্ছাকৃতভাবে আদালতের কাছে চেপে যাওয়া। দ্বিতীয়ত পুরো বিষয়টাই ধামাচাপা দেওয়ার চেষ্টা। দ্বিতীয়টি ফৌজদারি অপরাধের শামিল, যা এক্ষেত্রে হয়েছে।
আরও পড়ুন: ভবন সংস্কার করতে এবার ডিভিশন বেঞ্চে লা-মার্টিনিয়ার
এখন থেকে প্রত্যেকটি গাছ কাটা, রাস্তা সম্প্রসারণ বা এমন কোনও কাজ যার ফলে পরিবেশের উপর প্রভাব পড়তে পারে তা অবশ্যই বাধ্যতামূলকভাবে আদালতকে জানাতে হবে বলে নির্দেশ। আদালত মনে করে ঘটনাটি প্রাতিষ্ঠানিক ভুল পদক্ষেপ এবং প্রশাসনিক আগ্রাসী মনোভাবের দৃষ্টান্তমূলক ঘটনা।
উল্লেখ্য, মেন ছত্তরপুর রোড থেকে সার্ক চক, গৌশালা রোড রোড এবং সার্ক চক থেকে সিএপিএফ-আইএমএস হাসপাতাল পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য অজস্র গাছ কেটে ফেলার অভিযোগে আদালত অবমাননার মামলা হয়। গাছগুলি স্থানান্তর করা সম্ভব ছিল কি না, বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থার সম্ভাবনা খতিয়ে না দেখে এবং আদালতের অনুমোদন না নিয়েই এমন পদক্ষেপ করায় ক্ষুব্ধ আদালতের দৃষ্টান্তমূলক সাজা।
দেখুন অন্য খবর: