নয়াদিল্লি: পতঞ্জলি মামলায় এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) সমালোচনার মুখে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)। পতঞ্জলির (Patanjali) বিভ্রান্তিকর বিজ্ঞাপন সম্পর্কিত মামলা প্রসঙ্গে আইএমএ প্রেসিডেন্ট ডাক্তার আর ভি অশোকানের মন্তব্যে উষ্মা প্রকাশ সুপ্রিম কোর্টের। আই এম এ প্রেসিডেন্টের একটি সাক্ষাৎকার সম্প্রতি সম্প্রচারিত হয়েছে। যেখানে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যা আদালতের এক্তিয়ারে হস্তক্ষেপের সামিল। সুপ্রিম কোর্ট সম্পর্কে এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর ডিভিশন বেঞ্চকে জানান বাবা রামদেবের আইনজীবী মুকুল রোহতগি।
আরও পড়ুন: কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে প্রশ্নের মুখে ইডি
ওই সাক্ষাৎকার নথি হিসেবে আদালতে পেশ করুন। এখনও পর্যন্ত এই মামলায় যা হয়েছে, তার চেয়ে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপযুক্ত প্রতিক্রিয়ার জন্য সংশ্লিষ্টপক্ষ যেন তৈরি থাকেন। মন্তব্য আদালতের। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তার নিজের ঘর সামলাক। সংগঠনের সদস্যদের দ্বারা অপ্রয়োজনীয় ও দামি ওষুধ ব্যবহারের অনৈতিক প্রবণতা সম্পর্কে তারা সতর্ক হোক। এমন ক্ষেত্রে অ্যাসোসিয়েশন সতর্ক নজর রাখুক। ২৩ এপ্রিলের শুনানিতে মন্তব্য করেছিল আদালত। আদালতের এমন মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে সাক্ষাৎকার দেন আই এম এ প্রেসিডেন্ট। তাঁর মতে, গড়পড়তা এমন ভিত্তিহীন অভিমতের ফলে প্রাইভেট প্র্যাকটিস করা ডাক্তারদের মনোবল নষ্ট হবে। এই সাক্ষাৎকারকে ভিত্তি করে আদালত অবমাননার অভিযোগ রুজু করছি বলে বেঞ্চকে জানান রোহতগি। সাক্ষাৎকারটি আদালতে পেশ করুন। আদালত প্রয়োজনীয় পদক্ষেপ করবে। মন্তব্য বিচারপতি কোহলির।
ওকে
অন্য খবর দেখুন