ওয়েবডেস্ক: সম্পর্ক ভেঙে যাওয়ার পর ধর্ষণ মামলার (Rape Case) অপব্যবহারে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রাক্তন বিচারকের (Former judge) বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দানের (Promise of marriage) অভিযোগ খারিজ করে অভিমত আদালতের।
জালিয়াতির মাধ্যমে সম্মতি নেওয়ার প্রমাণ না থাকলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ গ্রহণযোগ্য নয়। ৩৬ বছরের মহিলা সম্মতি সহ এক বছরের বেশি সময় ধরে যৌন সম্পর্কে থাকার পর এমন অভিযোগ আনায় মন্তব্য বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার।
আরও পড়ুন: সুদের হার আরও কমাল আরবিআই, রেপো রেট ৬% করল রিজার্ভ ব্যাঙ্ক
এমন ক্ষেত্রে ফৌজদারি মামলা চলা আইনের অপপ্রয়োগ। সম্পর্ক তিক্ত বা কষায় হলেই এমন অভিযোগ আনার প্রবণতা উদ্বেগজনকভাবে ক্রমবর্ধমান। সম্মতির ভিত্তিতে সম্পর্ক (consensual relationship) ’, নষ্ট হলে ধর্ষণ মামলার অপব্যবহারে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট তৈরি হয়। সেখানে বিয়ের সম্ভাবনা থাকে। কিন্তু সেই সম্পর্ক নষ্ট হলে বিয়ের প্রতিশ্রুতি দানের মিথ্যা অভিযোগ আনা গ্রহণযোগ্য নয়। এমন ক্ষেত্রে চার্জ গঠনের আগেই মামলা খারিজ হওয়া উচিত। অভিমত আদালতের।
সম্পর্কিত বিচারকের কাছে বিচারাধীন ছিল মহিলার বিবাহ বিচ্ছেদের মামলা। ২০১৪ সালের সেই মামলার সূত্র ধরে একে অপরের কাছে আসা। যা পরবর্তীকালে যৌন সম্পর্কেও গড়ায়। কিন্তু বিবাহবিচ্ছেদের পর বিচারক সম্পর্ক থেকে বেরিয়ে যান। সেই সূত্রে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, জালিয়াতি এবং ফৌজদারি হুমকির অভিযোগে হয় এফআইআর।
দেখুন অন্য খবর: