নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়া যায় কি না, তা বিবেচনা করা হবে বলে মন্তব্য সুপ্রিম কোর্টের। এই মামলার নিষ্পত্তি হতে সময় লাগতে পারে। যদি সত্যিই সময় লাগে, সেক্ষেত্রে আমরা অন্তর্বর্তী জামিন মঞ্জুর করার বিষয়টি বিবেচনা করতে পারি। অবশ্যই নির্বাচনের পরিপ্রেক্ষিতে। মৌখিকভাবে জানাল বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ।
সুপ্রিম কোর্ট আরও বলে, সব পক্ষকে এই প্রসঙ্গে বক্তব্য পেশ করার জন্য তৈরি থাকতে হবে। জামিন মঞ্জুর হবে কি হবে না, সেটা পরের বিষয়। শুধুমাত্র নির্বাচনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুরীর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। আমরা এমন পদক্ষেপ করতে পারি, নাও পারি। চমক হিসেবে এমন কোনও সিদ্ধান্ত আমরা নিতে চাই না। তাই আগাম এই আভাস দেওয়া হল। কেজরিওয়াল কি কোনও ফাইলে সই করছেন? তাঁর পদের বিষয়টিকেও আমরা বিবেচনায় রাখছি বলে মন্তব্য করেন বিচারপতি খান্নার। মামলার পরব্রতী শুনানি ৭ মে।
আরও পড়ুন: শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, জানাল আলিপুর