ওয়েবডেস্ক: বকেয়া সাত লক্ষ ফৌজদারি আবেদনের (Pending criminal applications) মোকাবিলায় হাইকোর্টগুলিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার সহ নথিপত্রের ডিজিটাইজেশন এবং মামলা ম্যানেজমেন্ট রেজিস্ট্রেশন রাখার জন্য হাইকোর্টগুলিকে (High Court) সুপ্রিম পরামর্শ (Supreme Court) । ২০২৫ সালের ২২ মার্চ পর্যন্ত সময়কালে সারাদেশে হাইকোর্টগুলিতে বকেয়া ফৌজদারি আবেদনের সংখ্যা ৭২৪১৯২। হাইকোর্টগুলির কাছে যা এক কঠিন সমস্যা।
এই পরিস্থিতির মোকাবিলায় নথিপত্রের ডিজিটাইজেশনের পাশাপাশি মামলার নিষ্পত্তিগত পদ্ধতি আইনের সংশোধন, ট্রায়াল রেকর্ড বা নিম্ন আদালতের নথিপত্রের স্বয়ংক্রিয়ভাবে আনয়ন পদ্ধতি চালু করার সুপারিশ।
আরও পড়ুন: বাড়িতে সিসিটিভি বসানো নিয়ে ‘সুপ্রিম’ রায় দিল কোর্ট
আদালতের নথির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা অনুবাদ ব্যবস্থা প্রয়োগ করে ভাষান্তরকরণ, কেস ম্যানেজমেন্টৈর স্বার্থে রেজিস্ট্রার নিয়োগের সুপারিশ। এর পাশাপাশি এমন আবেদন শোনার ক্ষেত্রে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার কার্যকর প্রয়োগের সুপারিশও করা হয়েছে।
দীর্ঘকাল যাবত বিচারাধীন থাকা জামিনের আবেদনের নিষ্পত্তির স্বার্থে নীতি নির্ধারণের জন্য স্বতঃপ্রণোদিত মামলায় সুপারিশসহ গুচ্ছ নির্দেশ বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার।
দেখুন অন্য খবর-