শ্রীনগর : পিএম কেয়ার তহবিল থেকে জম্মু ও কাশ্মীরে প্রায় ১০০টি’রও বেশি ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছিল। কিন্তু এই ১০০টি ভেন্টিলেটরই ত্রুটিপূর্ণ। চিকিৎসা দেওয়ার জন্য একটাও যোগ্য নয়। শ্রীনগরের সরকারি মেডিক্যাল কলেজে এই ভেন্টিলেটরগুলি সরবরাহ করা হয়েছিল। জানা গেছে, মোট ৩টি ভিন্ন কোম্পানি এই ১০০টি ভেন্টিলেটর তৈরি করে। ডাক্তারদের বক্তব্য, ১০০টি ভেন্টিলেটর চিকিৎসার কাজে লাগানো হলেও ওই ১০০টি ভেন্টিলেটরের প্রত্যেকটির ট্রায়াল রান করানো সম্ভব নয়। প্রতি কোম্পানি তাদের তৈরি করা অসংখ্য মেশিনের মধ্যে থেকে কয়েকটিকে বেছে নিয়ে পরীক্ষামূলক ভাবে ব্যবহার করে। সরকারের তরফে জানানো হয়েছে, এই সমস্যা সমাধানের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে এই ঘটনা কেন ঘটল তাও খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন : অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনা সামনে আসুক চায় না কেন্দ্র, বিস্ফোরক সিসোদিয়া
তদন্ত শুরু হতে আরও একটি বিষয় প্রকাশ্যে এসেছে, কাশ্মীরের মেডিক্যাল কলেজে পিএম কেয়ারের তরফে এই ভেন্টিলেটরগুলি করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় থেকে সরবারহ করা হয়। কিন্তু তখন থেকে ত্রুটি ধরা পড়ার কারণে এই ভেন্টিলেটরগুলিকে জরুরি কাজে ব্যবহার করা যায়নি। হাসপাতালের অ্যানেস্থেসিওলজি এবং ক্রিটিকাল কেয়ার মেডিসিন এই ভেন্টিলেটরের সমস্যা গুলি তালিকাভুক্ত করেছে। এর মধ্যে ৩৭টি ভেন্টিলেটরের কম্প্রেসারে সমস্যা আছে। সেই মেশিন গুলি থেকে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। কিছু মেশিনের ডিসপ্লে ঠিক ভাবে কাজ করছে না। ডিআরডিও হাসপাতালের কিছু ভেন্টিলেটরে অক্সিজেন প্রবাহে সমস্যা দেখা গেছে। এমনকি ভেন্টিলেটরগুলি কাজ করার সময় হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারেন রোগীরা। এই হাসপাতালের ২২টি আগভা ভেন্টিলেটরের ট্রায়াল শুরু হয়েছে। এই বিষয়ে অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য সচিব ভিভিক ভরদ্বাজ জানান, কেন এই ত্রুটিপূর্ণ ভেন্টিলেটরগুলি সরবরাহ করা হয়েছিল, তা তদন্ত করে দেখা হবে।