দিল্লির এক রেস্তরাঁর মেনু খুলে চক্ষু চড়কগাছ। ভাইরাল রেস্তরাঁর সাইনবোর্ড। মেনুতে পর্ন তারকা সানি লিওনি। মিয়া খালিফা। ব্য়াস এই খবরে নেটদুনিয়া তোলপাড়। ভাইরাল ছবি। ট্রোলের বন্য়া। তা মেনুতে পর্ন তারকারা কী করছেন? কিছুই না সবই চমক। রেস্তরাঁ মালিকের খদ্দের টানার কায়দা। দিল্লির ‘ভীর জি মালাইচাপ ওয়ালে’ রেস্তরাঁ। বাইরে সাইনবোর্ডে বড় বড় করে লেখা ‘সানি লিওনি চাপ’, ‘মিয়া খলিফা চাপ’৷ রয়েছে রাগিনী এমএমএস-টু-এর ‘বেবি ডল চাপ’৷
very bad marketing for long term retention. https://t.co/E9PdNW57V4
— Ramneek Kashyap 🇮🇳 (@Ramneekkashyap7) June 26, 2021
মেনু ভাইরাল। সাইনবোর্ডের ছবি ফেসবুকে ঘুরছে। সোশাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোল। কেউ বলছেন, মহিলাদের খাবারের সঙ্গে তুলনা করে অপমান করা হয়েছে। ট্য়ুইটে সাইনবোর্ডের ছবি পোস্ট করে পেটিএমের প্রতিষ্ঠাতা ও চিফ এগজ়িকিউটিভ বিজয় শেখর শর্মা লিখেছেন, ‘সিরিয়াসলি।’ সেই ট্য়ুইট শেয়ার করে সানা ফারজানা লিখেছেন, ‘জঘন্য৷’
Disgusting!!! https://t.co/IjZ3DagFaM
— sana farzeen (@sanafarzeen) June 26, 2021
অভিনেত্রীদের নামে খাবারের নাম নতুন কোনও ঘটনা নয়৷ মল্লিকা শেরওয়াতের নামে রেস্তরাঁয় মিল্কশেক পাওয়া যেত৷ টেক্সাসের রেস্তরাঁয় ডলার ফেললেই বলিউড প্লেটে প্লেটে দীপিকা পাডুকোন দোসা।