টোকিও অলিম্পিকের প্রথম দিনই রুপো জিতল ভারত। আর এই জয়ের জয়ের কান্ডারী ভারোত্তক সাইকম মীরাবাই চানু। দেশের হয়ে টোকিও অলিম্পিকে প্রথম রুপো জয়ের জন্য মীরবাইকে বিশেষ সম্মান জানাল পুরীর প্রখ্যাত বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক। শনিবার পুরী সৈকতে মীরাবাইয়ের প্রতিকৃতির একটি বালির ভাস্কর্য তৈরি করেছেন তিনি। বঙ্গোপসাগরের তীরে সেই শিল্পের মাধ্যমেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন সুদর্শন।
সুদর্শন পট্টনায়ক ভারতের একজন বিখ্যাত বালু শিল্পী। দীর্ঘদিন ধরেই পুরীর সমুদ্র সৈকতে তিনি বিভিন্ন বিষয় এবং বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি বানিয়ে আসছেন। তার এই কাজের জন্য ভারত সরকার কর্তৃক তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। সম্প্রতি ভারতীয় অলিম্পিক টিমের জন্য চিয়ার্স ফর ইন্ডিয়া কোরাস গানের দলেও তাঁকে দেখা গিয়েছে।
আরও পড়ুন: চিত্রশিল্পীদের নিয়ে কর্মশালা
এইবার অলিম্পিকে ভারোত্তোলন বিভাগে ভারতের একমাত্র প্রতিযোগী মীরাবাই চানু। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি ওজন তুলেছেন তিনি। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন চানু। শনিবার তাঁর পদক জয়ের খবর পেয়েই ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লেখেন, ‘এটা অত্যন্ত আনন্দের খবর। ভারতের সম্মান বাড়িয়ে দিলেন চানু। ভারোত্তোলনে রুপো জেতার জন্য তাঁকে অভিনন্দন। ওঁর সাফল্য ভারতীয়দের অনুপ্রাণিত করবে।’
আরও পড়ুন: রাজ্যে কৃষক সংগঠনকে মজবুত করতে উদ্যোগী তৃণমূল
এই জয়কে নিয়ে উচ্ছ্বাসিত চানু নিজেও। তিনি নিজের টুইটার হ্যান্ডেল সেই কথা লিখেছেন।
I am really happy on winning silver medal in #Tokyo2020 for my country ?? pic.twitter.com/gPtdhpA28z
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) July 24, 2021
তিনি বলেন, “এটা আমার কাছে কোনও স্বপ্ন সত্যি হওয়ার মতো । আমি আমার এই মেডেল কোটি কোটি ভারতবাসীকে উৎসর্গ করতে চাই। কারণ তাদের প্রার্থনা আর ভালোবাসাই আমাকে এই জয় এনে দিয়েছে। সেইসঙ্গে আমি আমার পরিবার এবং মাকে উৎসর্গ করবো এই মেডেল। কারণ মায়ের ত্যাগ আর আমার প্রতি তাঁর বিশ্বাসই এই স্বপ্নকে সফল করেছে। সেইসঙ্গে ভারত সরকার, ক্রীড়ামন্ত্রক এবং অলিম্পিক কমিটি কেও অসংখ্য ধন্যবাদ। আমি আমার কোচ বিজয় শর্মা এবং সাপোর্ট স্টাফদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই তাদের কঠোর পরিশ্রমের জন্য। ধন্যবাদ সমস্ত ভারত্তোলক গোষ্ঠীকে এবং আমার সমস্ত ভারতবাসীকে। জয় হিন্দ।”