নয়াদিল্লি: মহাকাশে মানুষ পাঠানোর উদ্যোগ (Unmanned Test Flight) শুরু হয়েছে। প্রাথমিক পর্বের পরীক্ষা চলছে। তারই প্রস্তুতিতে গগনযান মিশন টেস্ট ফ্লাইট (successfully launched) সফল। অগাস্ট মাসে ভারতকে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইসরো ইতিহাসে সাহায্য করেছিল। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) আজ মানব মহাকাশ মিশন, গগনযানের জন্য একটি পরীক্ষা চালাল। শ্রীহরিকোটা থেকে সরাসরি পরীক্ষা করা হয়। ২০৩৫ সালের মধ্যে ইসরো ভারতে একটি ভারতীয় মহাকাশ স্টেশন স্থাপন এবং ২০৪০ সালের মধ্যে ভারতীয় মহাকাশচারীকে চাঁদে পাঠানোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য পূরণের প্রয়াস এটি। ইসরো প্রধান ব্যাখ্যা করেছেন গগনযান পরীক্ষায় কী ভুল হয়েছে এবং কীভাবে তারা এটি ঠিক করেছে।
ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো আজ সফলভাবে তার প্রথম মানব মহাকাশযান মিশনের জন্য মানববিহীন পরীক্ষামূলক ফ্লাইট চালু করেছে। ইসরো প্রধান এস সোমনাথ বলেছেন, পর্যবেক্ষণের অসঙ্গতির কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল, তারা দ্রুত এটি চিহ্নিত করে ঠিক করেছে। এস সোমনাথ বলেছেন যে তিনি মিশনের সফল অর্জন ঘোষণা করতে পেরে খুব খুশি।
তিনি আরও বলেন, মিশনের উদ্দেশ্য ছিল ক্রু এস্কেপ সিস্টেম এবং এর কার্যকারিতা প্রদর্শন করা। এ সবই খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। ক্রু মডিউলটি সমুদ্রে পৌঁছনো এবং জাহাজে করে ল্যান্ডে আনার কাজ করা হচ্ছে।