ওয়েবডেস্ক: বড়সড় সাফল্য ভারতীয় সেনার (Indian Army)। দেশের জন্য বড় চ্যালেঞ্জ সম্পূর্ণ করল সেনাবাহিনী। দুনিয়ার উচ্চতম যুদ্ধক্ষেত্রে ইউনিফর্ম লঞ্চিং প্যাড (Uniform launching pad) ইনস্টল করল দেশ। এর আগে ২০০৭ সালে প্রথমবার ইউনিফর্ম লঞ্চিং প্যাড থেকে পরীক্ষামূলকভাবে মিসাইল লঞ্চ করেছিল ভারত। এবার ২০২৫ সালে দুনিয়ার উচ্চতম যুদ্ধক্ষেত্রে ইউনিফর্ম লঞ্চিং প্যাড ইনস্টল করার কাজ শুরু করেছে ভারত।
দুনিয়ার দূর্গমতম এলাকায় সাধারণ অস্ত্রশস্ত্রই কাজ করে না। সেখানে প্রয়োজন ইউনিফর্ম লঞ্চিং প্যাড। প্রতিরক্ষা বিজ্ঞানীরা বলছেন, টার্গেটটা এমন যে, প্রথমবার পরমাণু বোমা তৈরির মতোই ছিল।
স্বাধীনতার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও সুস্থির সম্পর্ক ছিল না। বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহে ভারত একটি অভিন্ন লঞ্চিং প্যাড মোতায়েন করছে। ১৯৮৪ সালে এক দুঃসাহসী অভিযান চালিয়ে সিয়াচেনে (Siachen) পা রাখে ভারতীয় সেনা। সেটাই অপারেশন মেঘদূত। দিনটা ছিল ১৩ এপ্রিল। প্রতি বছর ১৩ এপ্রিল সিয়াচেন ডে হিসাবে পালন করে ভারতীয় সেনা। এবারও হল। তার পরেই সামনে এল সিয়াচেন ঘিরে ভারতের নতুন পরিকল্পনা।
স্বাধীনতার পর থেকেই এই এলাকার দখল নিয়ে ভারত ও পাকিস্তানের সংঘাত। চার দশক আগে, ১৯৮৪ সাল থেকে এই এলাকা পাকাপাকি ভাবে ভারতের দখলে।
বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং সামরিক অভিযানগুলির মধ্যে একটি, ভারতীয় সেনাবাহিনীর অপারেশন মেঘদূত সিয়াচেনে ৪১ বছর পূর্ণ করেছে। বিশ্বের সবচেয়ে দুর্গম এবং চ্যালেঞ্জিং যুদ্ধক্ষেত্র। অপারেশন মেঘদূত (Operation Meghdoot) হল বিশ্বের দীর্ঘতম সামরিক অভিযান যা ১৩ এপ্রিল, ১৯৮৪ সালে শুরু হয়েছিল। পাকিস্তানের পরিকল্পনা ব্যর্থ করার জন্য সিয়াচেনের খাড়া ও তুষারাবৃত পাহাড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। সিয়াচেনে ১৪,০০০ থেকে ২২,০০০ ফুট উচ্চতায় পাহাড়গুলি সম্পূর্ণ তুষারে ঢাকা। সিয়াচেনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি। এই তীব্র, হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও, সেনাবাহিনীর সৈন্যরা তাদের কর্তব্য পালন করে চলেছে।
উত্তর লাদাখ অঞ্চলের আধিপত্য বিস্তারকারী উচ্চতাগুলি সুরক্ষিত করার জন্য সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী যখন সিয়াচেন হিমবাহে অগ্রসর হয় তখন অপারেশন মেঘদূত শুরু হয়। যদিও অভিযানটি ১৯৮৪ সালে শুরু হয়েছিল, ১৯৭৮ সাল থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারগুলি সিয়াচেন হিমবাহে কাজ করছে, চেতক হেলিকপ্টারগুলি উড়িয়েছে, যা ১৯৭৮ সালের অক্টোবরে হিমবাহে অবতরণকারী প্রথম বিমান বাহিনীর হেলিকপ্টার ছিল।
দেখুন অন্য খবর-