গাছ লাগালেই অতিরিক্ত নম্বর দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত যে সমস্ত ছাত্র-ছাত্রীরা গাছ লাগাবে এবং গাছের দেখভাল করবে তাদের অতিরিক্ত নম্বর দেওয়া হবে৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহার লাল খট্টরের এই ঘোষণায় দেশজুড়ে পরিবেশ প্রেমীদের প্রশংসা কুড়োচ্ছে৷
पंचकूला के मोरनी हिल्स स्थित नेचर कैंप थापली में पंचकर्म वैलनेस सेंटर का उद्घाटन किया। इसके अलावा डिजिटल रूप से नक्षत्र वाटिका, नवग्रह वाटिका और राशि वन की भी आधारशिला रखी। pic.twitter.com/8y8osTVLGu
— Manohar Lal (@mlkhattar) June 20, 2021
মনোহার লাল খট্টর বলেছেন, বছরের শেষে ফাইনাল পরীক্ষার সময় বৃক্ষরোপণে কিছু অতিরিক্ত নম্বর দেওয়া হবে৷ তাই সারা বছর প্রোজেক্টের মতো করে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন৷ রাজ্যের স্কুল গুলিতে এই বিধি চালু করতে দ্রুত শিক্ষা দফতরকে নির্দেশ দেওয়া হচ্ছে৷ সোমবার হরিয়ানার পঞ্চকুলা জেলার মোরনি পাহাড়ে পঞ্চকর্ম স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন মঞ্চে এ কথা ঘোষণা করেন৷