নয়াদিল্লি: ‘মনরেগা’ প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লোকসভায় সরব হলেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। তাঁর অভিযোগ ‘মনরেগা’ প্রকল্পে বাজেট বরাদ্দ কমানো হয়েছে। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী বৃহস্পতিবার লোকসভায় বলেন, ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের (MGNREGA) বাজেট কমানো হয়েছে। এ কারণে শ্রমিকরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমন পরিস্থিতিতে সরকারের উচিত পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা।’
যদিও সোনিয়ার অভিযোগ অস্বীকার করেছে সরকার পক্ষ। সরকার পক্ষের দাবি, ২০২২-২৩ আর্থিকবর্ষে ‘মনরেগা’ (MGNREGA)প্রকল্পে ১ লক্ষ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। যা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের থেকে বেশি বরাদ্দ করা হয়েছে। সরকার পক্ষের পাল্টা অভিযোগ, ইউপিএ সরকারের সময় ‘মনরেগা’তে শুধু বাজেট বরাদ্দ কম ছিল না, ‘দুর্নীতি’ও ছিল।
এ দিন লোকসভায় জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, ”কিছু লোক কয়েক বছর আগে MGNREGA নিয়ে মজা করেছিল। যাইহোক, এই MNREGA কোভিড এবং লকডাউনের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করেছিল। তবুও MGNREGA-র জন্য বরাদ্দ বাজেট কমানো হচ্ছে।” সোনিয়ার আরও দাবি, এই প্রকল্পে বাজেট কম হওয়ায় শ্রমিকরা কাজ ও মজুরি পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সোনিয়ার কথায়, ”গত বছরের তুলনায় এ বছর MGNREGA-এর বাজেট ৩৫ শতাংশ কম। এতে শ্রমিকদের বেতন পরিশোধে বিলম্ব হচ্ছে।”
https://twitter.com/ANI/status/1509436220530561030?s=20&t=iu5BLRoaArjAOFUGKKL7dA
কংগ্রেস সভাপতি আরও বলেন, “আমি কেন্দ্রীয় সরকারকে MNREGA-র জন্য যথাযথ বরাদ্দ করতে, ১৫ দিনের মধ্যে শ্রমিকদের মজুরি পরিশোধ করতে এবং অর্থ প্রদানে বিলম্বের জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য অনুরোধ করছি।” এর পরে গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং বলেন, “তিনি (সোনিয়া) দেশের একজন সিনিয়র নেতা। তিনি ঘরে যে বিষয় উত্থাপন করেছেন, তা সম্পূর্ণ অসত্যে। ২০১৩-১৪ সালে (ইউপিএ সরকারের সময়), MGNREGA-এর বাজেট ছিল ৩৩ হাজার কোটি টাকা। যা আজ ১ লাখ কোটি টাকার বেশি করা হয়েছে।”
আরও পড়ুন-Mamata Momo: মুঝে খানা বানানা আতা হ্যায়, দার্জিলিঙের রাস্তায় মোমো তৈরি করে বললেন মমতা
কংগ্রেসকে নিশানা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ”ইউপিএ-র সময়ে বরাদ্দ করা বাজেট খরচ হয়নি। কিন্তু মোদি সরকার এক লাখ কোটি টাকারও বেশি অর্থের ব্যবস্থা করেছে। তাদের (কংগ্রেস) সময়ে কেবল দুর্নীতি ছিল”। তা শুনে কংগ্রেস সদস্যরা হট্টগোল শুরু করেন। কিন্তু থেমে থাকেননি অনুরাগ। তিনি বলেন, ”এই লোকেরা মন্ত্রীর উত্তরের বিরোধিতা করছে। এটা দেখায় যে বিরোধীরা শুধু রাজনীতি করে।”