ওয়েব ডেস্ক: ফের রক্তাক্ত হল কাশ্মীর (Kashmir)। আজ রবিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে (Jammu & Kashmir Rajouri) প্রাণ গেল এক জওয়ানের (Soldier)। নিজের সার্ভিস রাইফেলের (Service Rifle) গুলিতে মৃত্যু হল তাঁর। কিন্তু রাইফেলের গুলি অজান্তেই তাঁর উপর চলেছে নাকি এটি নিছক আত্মহত্যার (Suicide) ঘটনা তা এখনও জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তে (Investigation) নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, সোলকি গ্রামের নিরাপত্তার ভার ছিল ওই জওয়ানের উপর। গতকাল শনিবার তাঁর ক্যাম্প থেকে আচমকাই গুলির আওয়াজ আসে। তৎক্ষণাৎ তাঁর ক্যাম্পে পৌঁছন ওই গ্রামের দায়িত্ব প্রাপ্ত বাকি জওয়ানরা (Soldiers)। তাঁদের নজরে আসে রক্তাক্ত অবস্থায় ক্যাম্পের ভিতর লুটিয়ে পড়ে রয়েছে তাঁর দেহ। গুলি লাগার সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে সে। তবে গুলিটি অসাবধানতায় তাঁর উপর চলেছে নাকি তিনি আত্মঘাতী (Suicide) হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
আরও পড়ুন:হিমাচলে বৃষ্টিতে বিপর্যস্ত, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক
পুলিশের এক আধিকারিকের কথায়, “নিজের রাইফেলের গুলিতেই প্রাণ হারিয়েছেন ওই জওয়ান। আমরা ঘটনার তদন্তে নেমেছি। ঘটনার সময় তাঁর ক্যাম্পে অন্য কারোর উপস্থিত থাকার বিষয়টিও তদন্তের তালিকায় রয়েছে।”
দেখুন অন্য খবর