ওয়েব ডেস্ক: ছত্তিশগড়ের (Chhattisgarh) জঙ্গলে গুলির লড়াইয়ে (Bullet Fight) মৃত্যু হল মাওবাদীদের (Maoist) অন্যতম মাথা সোধি কান্নার। দুঁদে মাও নেতার মাথার দাম নাকি ৮ লক্ষ টাকা (8 Lakh Rupees)। তেলেঙ্গানায় (Telengana) বহু মাওবাদী কার্যকলাপে নাম জড়িয়েছিল তার। ছত্তিশগড় পুলিশ সূত্রে খবর, শুক্রবার (Bijapur Forest) গুলির লড়াইয়ে খতম হয় এই মাও নেতা (Maoist Leader)। প্রথমদিকে তাঁর পরিচয় স্পষ্ট ছিল না। আজ সোমবার তাঁর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ।
সিআরপিএফ ও ছত্তিশগড় পুলিশ সূত্রে খবর, শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে বিজাপুর জঙ্গলে (Bijapur Forest) নিরাপত্তাবাহিনীর তরফে অভিযান চালানো হয়। ওই জঙ্গলে মাওবাদীদের তেলেঙ্গানা রাজ্য কমিটি (Telengana State Committee), জাতীয় উদ্যান কমিটি এবং পিএলজিএ-র একটি ব্যাটেলিয়নের নেতাদের লুকিয়ে থাকার খবর কানে আসে নিরাপত্তাবাহিনীর। অভিযানে খতম হয় সোধি কান্নার। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি রাইফেল (Rifle), একে-৪৭-ম্যাগাজিন সহ বিপুল পরিমাণ বিস্ফোরক।
আরও খবর: যুদ্ধ পরিস্থিতি পাল্টাতে ভারতের হাতে এল ‘ভয়ানক’ অস্ত্র!
পুলিশ সূত্রে খবর, মাওবাদীদের সশস্ত্র শাখা ‘পিপল্স লিবারেশন গেরিলা আর্মি’ এর একটি ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার ও স্নাইপার বিশেষজ্ঞ ছিলেন কান্নার। মাও নেতার মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা।নিরাপত্তাবাহিনীর কাঁধে যে আবারও সাফল্যের তারা বসল তা বলাবাহুল্য।
দেখুন অন্য খবর: