কলকাতা টিভি ওয়েব ডেস্ক: জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপ লঞ্চ করলেন রবিবার। এদিন ফিট ইন্ডিয়া অ্যাপ লঞ্চের মঞ্চে নিজে কতটা ফিট তিনি সেই প্রমাণও দিলেন। একটানা ৬৬ বার স্কিপিং করে অন্যদেরও ফিট থাকার বার্তা দিলেন তিনি।
এই স্কিপিংয়ের ভিডিও নিজেই টুইটারে আপলোড করেছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। ৩৭ সেকেন্ডের এই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘আপনার ফিটনেসের লেভেল কতটা? কাম অন গেম অন’। এই ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে একটি স্কিপিং রোপ নিয়ে নানা রকম ভাবে একটানা স্কিপিং করছেন তিনি। সঙ্গে বাকিদেরও বার্তা দিচ্ছেন।
What’s your FITNESS level ❓❓❓
Come on. Game on!
— #NationalSportsDay #FitIndiaApp
Google Play Store:https://t.co/blpuV0yeGR
Apple Store link:https://t.co/zytUEN6RCl
| @PIB_India @MIB_India @DDNewslive @IndiaSports @FitIndiaOff @Media_SAI | pic.twitter.com/wSFtFGrIbu
— Anurag Thakur (@ianuragthakur) August 29, 2021
আরও পড়ুন- প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করব, হুঁশিয়ারি রাজনাথের
ক্রীড়া দিবসের দিন দু’বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেছিলেন। রবিবার এই ফিট ইন্ডিয়া মুভমেন্টের দু’বছর পূর্তিতে একটি অ্যাপ লঞ্চ করা হল। এই মোবাইল অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে।
আরও পড়ুন- ‘মন কি বাত’-এ যুব সমাজের প্রশংসায় পঞ্চমুখ মোদি
দিল্লির বিখ্যাত মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এই কর্মসূচিতে অনুরাগ ঠাকুর ছাড়াও যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এছাড়াও ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং, কুস্তিগীর সংগ্রাম সিং ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।