নয়াদিল্লি: সিংঘু সীমানায় খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে মামলা রুজু হল। আইনজীবী শশাঙ্ক শেখর ঝা অ্যাপেক্স কোর্টে আবেদন করেছেন। আবেদনে তিনি মামলাটি দ্রুত শুনানি ছাড়াও সিংঘু সীমানা ফাঁকা করার দাবি জানিয়েছেন। দীর্ঘদিন ধরে এই সিংঘু সীমানাতেই ঘাঁটি গেড়েছেন কৃষকরা৷ কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে আন্দোলন করছেন তাঁরা৷
শুক্রবার সকালে সিংঘু সীমানায় কৃষক আন্দোলনের মঞ্চ লাগোয়া এলাকা থেকে ব্যারিকেডের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ মৃতের নাম লখবীর সিং৷ তাঁর একটি হাত কবজি থেকে এবং গোঁড়ালি থেকে একটি পায়ের পাতা কেটে দেওয়া হয়েছে। শিখ ‘যোদ্ধা’ নিহাঙ্গরা খুনের দায় স্বীকার করেছে। ধর্মগ্রন্থের ‘অপমান’ করার জন্য হত্যা করা হয়েছে বলে দাবি নিহাঙ্গদের।
আরও পড়ুন: সিংঘু সীমানায় যুবক খুনে অভিযুক্ত শিখ ‘যোদ্ধা’ নিহাঙ্গরা, দাবি কৃষকদের
সিংঘু সীমানায় আন্দোলনরত কৃষকরা
অ্যাডভোকেট শশাঙ্ক শেখর ঝা তাঁর আবেদনে দাবি করেছেন, দিল্লি-হরিয়ানা সিঙ্ঘু সীমান্তে অবস্থানরত কৃষকদের বিক্ষোভকে ‘অবৈধ’ বলে সরিয়ে দেওয়া হোক। মত প্রকাশের স্বাধীনতার অছিলায় ‘অবৈধভাবে’ প্রতিবাদ চলছে বলে জানান তিনি। শশাঙ্ক লিখেছেন, আগে প্রতিবাদ স্থলে একজন মহিলাকে ধর্ষিত হয়েছিল। এ বার এক দলিত যুবককে খুন করা হল।
২৬ জানুয়ারি ‘হিংসা’র কথাও উল্লেখ করেছেন তিনি। বিক্ষোভ স্থলের কাছে খুনের ঘটনায় বিজেপি নেতারা কৃষকদের একহাত নিলেও, কৃষক নেতারা ঘটনা থেকে দূরত্ব বজায় রেখেছেন। কৃষকদের শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলন যে কোনও ধরনের হিংসতার বিরোধী বলে জানিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। তাদের দাবি, নিহাঙ্গ এবং মৃত যুবকের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন: ধর্মগ্রন্থের অপমান করলে এভাবেই হাত-পা কেটে শাস্তি, যুবক খুনের সাফাই নিহাঙ্গদের