কাটিহার: ‘নিষিদ্ধ’র প্রতি হাতছানি এক শ্রেণির মানুষের বরাবরের। নিয়মভাঙার মধ্যে বাহাদুরি না-থাক, উপার্জনের পথ খোলা রয়েছে। পেট যেখানে বড় দায়, যাদের ঘরে দু-বেলা দু-মুঠো খাওয়ার মতো ভাত থাকে না, তাদের কাছে উপার্জনের পথ (Liquor smuggling) সৎ না অসৎ, সেই সাতপাঁচ ভাবার অবকাশ থাকে না।
গরিবির সুযোগ নেয় একটা চক্র। আবার কেউ কেউ উপরি উপার্জনের লোভেও পা বাড়ায় নিষিদ্ধ জীবনে। যে কারণে পিঠে ঝোলানো স্কুলের ব্যাগে বই থাকে না। ব্যাগ ঠাসা মদের বোতলে। পড়ুয়ার পিঠে ভর করে, বেআইনি পথে ‘নিষিদ্ধ’ মদ পাচার (liquor smuggling in Bihar) হয়ে যায়। প্রশাসনের নজর এড়িয়ে, অজানা ঠিকানায়। কাজে লাগানো হচ্ছে বয়স্কদেরও।
সঙ্গের ভিডিয়ো ক্লিপিংসটি তেমনই একটি ছবি। বিহারের কাটিহারের (Katihar)। তবে, কাটিহার নীতীশ-রাজ্যের বিচ্ছিন্ন কোনও দ্বীপ নয়। কাটিহারে মদের চোরাচালানও বিচ্ছিন্ন, ব্যতিক্রমী ছবি নয়। নীতীশ কুমারের সদিচ্ছা সত্ত্বেও বিহারে চোরাপথে মদ চালান বন্ধ হয়নি। তাই, নিষিদ্ধ ঘোষণার এতদিন পরেও মদ বিক্রি হচ্ছে। লুকিয়ে চুরিয়ে (Viral Video)।
ভোট বড় বালাই। বিহারে পুরুষদের মধ্যে মদে আসক্তি বাড়তে থাকায় নীতীশ কুমার (Nitish Kumar) প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে মদ নিষিদ্ধ করবেন। বাড়ির মহিলাদের আশ্বস্ত করতেই ছিল এই প্রতিশ্রুতি। জেডি(ইউ)-বিজেপি জোট ক্ষমতায় এলে, সেই প্রতিশ্রুতির কথা তিনি ভুলে যাননি। ২০১৬ সালের এপ্রিলে আইন করে মদ বিক্রি বন্ধ করা হয় বিহারে।
আরও পড়ুন: Bihar Youth Beaten: চোর সন্দেহে যুবককে গাছে উল্টো করে বেঁধে মার, কাটিহারে তালিবানি অত্যাচার
কিন্তু, আইন করলেই যে সবসময় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছনো যায় না, তা এতদিনে বুঝে গিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। খাস বিধানসভা চত্বর থেকে মদের বোতল উদ্ধার হওয়ায়, বিরোধীদের চাপে তাঁকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। বিষমদে মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিহারবাসীর কেউ কেউ অভিযোগ তুলেছেন, মদ নিষিদ্ধ করার নামে সরকারের দমনপীড়ন শুরু হয়েছে। মোদ্দা কথা হল, বিহারে মদ নিষিদ্ধ ঘোষণা করার ছ’বছর পরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেননি নীতীশ কুমার।
মদ চোরাচালানের এই ভিডিয়োটি যে বিহারের কাটিহারের, সে উল্লেখ আগেই রয়েছে। এই কাটিহার কিন্তু বিহারের উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদের (Tarkishore Prasad) নিজের জেলা। এমন একটি জেলায় প্রকাশ্যে মদের চোরাচালান হচ্ছে, নীতীশ সরকারের জন্য তা আদৌ ভাল বিজ্ঞাপন নয়।
নীতীশ সরকারকে কটাক্ষ করেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে মদ চোরাচালানের এই ভিডিয়োটি। সঙ্গে খোঁচা, প্রশাসন, আবগারি দফতর কি ঘুমোচ্ছে?
আরও পড়ুন: Durgapur NIT Offline Exam Protest: দুর্গাপুর এনআইটিতে অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের